পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আরবে শনিবার সওয়ালের চাঁদ দেখা যায়নি। আরবে ঈদ পালিত হবে ২ মে সোমবার। বিশ্বের মুসলিম দেশগুলিতে যেখানে শনিবার ২৯ রমযান পালিত হয়েছে তারা সওয়ালের চাঁদ দেখার জন্য উদ্গ্রীব ছিল। সন্ধের পর তারা ঘোষণা করতে থাকে সেই দেশে ঈদের তারিখ। সউদি আরব সরকারিভাবে ঘোষণা করেছে, ১ মে রবিবার সেখানে পালিত হবে ৩০ রমযান বা রমযানের শেষদিন। ফ্রান্সও ঘোষণা করেছে, সেদেশে ঈদ পালিত হবে সোমবার ২ মে।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়া ফতওয়া কাউন্সিল ঘোষণা করেছে সে দেশে ঈদ হবে ২ মে সোমবার। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ডা. ইব্রাহিম আবু মুহাম্মদ জানিয়েছেন, ১ মে রবিবার হচ্ছে রমযানের শেষদিন।
সিঙ্গাপুরও জানিয়েছে, সে দেশে ঈদ হচ্ছে সোমবার ২ মে। সিঙ্গাপুর মজলিশে উগামা ইসলাম ঘোষণা করেছে, এই দেশের মুসলিমরা ঈদ-উল-ফিতর পালন করবেন সোমবার।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আরব, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও সিঙ্গাপুরে ঈদ সোমবার
-
সুস্মিতা - আপডেট : ৩০ এপ্রিল ২০২২, শনিবার
- 49
ট্যাগ :
সর্বধিক পাঠিত























