২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুরুষ সহকর্মীরা হাত পকেটে রাখুন: মন্ত্রী

ইমামা খাতুন
  • আপডেট : ২ মে ২০২২, সোমবার
  • / 52

পুবের কলম ওয়েবডেস্ক: ব্রিটিশ সংসদের ভেতরে এক সাংসদের পর্ন দেখার ঘটনার পর থেকেই সরগরম পরিস্থিতি। ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী আন-মারি ট্রেভেলিয়ান ক্ষুব্ধ হয়ে বলেছেন, দেশটির পার্লামেন্টে কর্মরত সব নারীকেই অবাঞ্ছিত স্পর্শ এবং যৌন ইঙ্গিতপূর্ণ কথার শিকার হতে হয়। এজন্য সহকর্মীদের নিজেদের পকেটে হাত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের এক সদস্য হাউস অফ কমন্সের চেম্বারে বসে পর্নোগ্রাফি দেখেছেন এমন অভিযোগের তদন্ত করার পর আইন প্রণেতাদের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ট্রেভেলিয়ান বলেন, কিছু পুরুষ রাজনীতিবিদ বিশ্বাস করেন যে, ক্ষমতাশীল পদে নির্বাচিত হওয়ায় নারীরা তাদের ‘ঈশ্বরের উপহার’ মনে করেন। বলেন, ‘আমি মনে করি পার্লামেন্টে নারী হিসেবে আমরা সকলেই অনুপযুক্ত ভাষা এবং স্পর্শের শিকার হয়েছি এটি কখনও, কোনও পরস্থিতিতেই ঠিক নয়।

ওয়েস্টমিনস্টারেও এটা ঠিক নয়।’ পুরুষ সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার পকেটে হাত রাখুন এবং আপনার নিজের মেয়ে সেই কক্ষে থাকলে যেমন আচরণ করতেন, তেমন আচরণ করুন।’ তবে সাম্প্রতিক এই ঘটনাটি ব্রিটিশ পার্লামেন্টের ভেতরে প্রথম কোনও কেলেঙ্কারি নয়।

আরও পড়ুন: গাফিলতি দেখলে যত বড় পদেই থাকুন রেহাই নেই : সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: দুর্নীতি ঠেকাতে আলবেনিয়ায় এআই মন্ত্রী নিয়োগ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরুষ সহকর্মীরা হাত পকেটে রাখুন: মন্ত্রী

আপডেট : ২ মে ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: ব্রিটিশ সংসদের ভেতরে এক সাংসদের পর্ন দেখার ঘটনার পর থেকেই সরগরম পরিস্থিতি। ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী আন-মারি ট্রেভেলিয়ান ক্ষুব্ধ হয়ে বলেছেন, দেশটির পার্লামেন্টে কর্মরত সব নারীকেই অবাঞ্ছিত স্পর্শ এবং যৌন ইঙ্গিতপূর্ণ কথার শিকার হতে হয়। এজন্য সহকর্মীদের নিজেদের পকেটে হাত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের এক সদস্য হাউস অফ কমন্সের চেম্বারে বসে পর্নোগ্রাফি দেখেছেন এমন অভিযোগের তদন্ত করার পর আইন প্রণেতাদের আচরণ কেমন হওয়া উচিত, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ট্রেভেলিয়ান বলেন, কিছু পুরুষ রাজনীতিবিদ বিশ্বাস করেন যে, ক্ষমতাশীল পদে নির্বাচিত হওয়ায় নারীরা তাদের ‘ঈশ্বরের উপহার’ মনে করেন। বলেন, ‘আমি মনে করি পার্লামেন্টে নারী হিসেবে আমরা সকলেই অনুপযুক্ত ভাষা এবং স্পর্শের শিকার হয়েছি এটি কখনও, কোনও পরস্থিতিতেই ঠিক নয়।

ওয়েস্টমিনস্টারেও এটা ঠিক নয়।’ পুরুষ সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার পকেটে হাত রাখুন এবং আপনার নিজের মেয়ে সেই কক্ষে থাকলে যেমন আচরণ করতেন, তেমন আচরণ করুন।’ তবে সাম্প্রতিক এই ঘটনাটি ব্রিটিশ পার্লামেন্টের ভেতরে প্রথম কোনও কেলেঙ্কারি নয়।

আরও পড়ুন: গাফিলতি দেখলে যত বড় পদেই থাকুন রেহাই নেই : সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: দুর্নীতি ঠেকাতে আলবেনিয়ায় এআই মন্ত্রী নিয়োগ