বার্সার সিদ্ধান্তে মেসিদের প্রশংসায় ভাসাচ্ছে ফিলিস্তিন

- আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার
- / 43
পুবের কলম ওয়েব ডেস্ক: আগস্ট মাসের ৪ তারিখে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য বার্সেলোনাকে আমন্ত্রণ জানিয়েছিল ইসরায়েলের ফুটবল ক্লাব বেইতার জেরুসালেম। বার্সাও প্রথমে তাদের আমন্ত্রণ গ্রহণ করে। তবে শেষ পর্যন্ত ইসরাইলে যেতে রাজি হয়নি মেসির ক্লাব।ফলে ম্যাচটি বাতিল হয়ে যায়। ইসরাইলে বার্সার খেলতে আসার কথা শুনে ফিলিস্তিনে অসন্তোষ ছড়িয়ে পড়লেও এখন সেখানে আনন্দের বন্যা বইছে। তাদের প্রতিবাদের ভাষা বার্সেলোনা যে বুঝতে পেরেছে, সে কারণে অত্যন্ত খুশি ফিলিস্তিনিরা। এর জন্য তারা মেসি এবং বার্সেলোনা ক্লাবকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। এদিন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল জিবরিল রাজৌব একটি চিঠি পাঠিয়েছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার কাছে। সেই চিঠিতে লেখা হয়, ‘ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন বার্সেলোনার সিদ্ধান্তকে অভিনন্দন জানাচ্ছে। ফিলিস্তিনি জনগণ এ জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করছে।’