০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পরমাণু হামলায় সাগরে ডোবানো হবে ব্রিটেনকে! হুমকি পুতিন ঘনিষ্ঠের

মস্কো, ৫ মে­: রাশিয়া প্রকাণ্ড এক দেশ। আর তার তুলনায় ব্রিটেন অতি ক্ষুদ্র। তাই এতদিন ধরে ব্রিটেনের হুমকি বরাবরই উপেক্ষা করে এসেছে রাশিয়া। তবে এবার রাশিয়াকে সরাসরি পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছে ব্রিটেন। এতে বেজায় চটেছে ক্রেমলিন। যে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র রুশ পরমাণু অস্ত্রের ধাক্কায় ডুবে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, তারা কীভাবে রাশিয়াকে পরমাণু অস্ত্রের হুমকি দেয়? ব্রিটেনকে উদ্দেশ্য করে এ প্রশ্ন রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র হিসেবে পরিচিত সাংবাদিক দিমিত্রি কিসলিয়োভ। রাশিয়ার নিউজ চ্যানেল রাশা-টুডের প্রধান কিসলিয়োভ সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, মুহূর্তের মধ্যে ব্রিটেনকে সাগরের গভীরে ডুবিয়ে দেওয়ার বা মানচিত্র থেকে মুছে ফেলার সক্ষমতা রয়েছে রাশিয়ার। এর জন্য সম্প্রতি পরীক্ষিত একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট হবে। কিছুদিন আগে ব্রিটিশ উপ-প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপপি বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারে ইউক্রেন। এ সময় তিনি পরমাণু অস্ত্র ব্যবহারেরও হুমকি দেন। এর জবাবে কিসলিয়োভ বলেন, যারা নিজেরাই একটি সামান্য দ্বীপরাষ্ট্র এবং রুশ পরমাণু অস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে, তারা কেন অযথা রাশিয়াকে পরমাণু হুমকি দিতে আসে! সারমাত ক্ষেপণাস্ত্রের ধ্বংসক্ষমতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সারমাত হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্য কিংবা ব্রিটেনের মতো একটি দেশকে ধ্বংস করতে একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। আন্ডারওয়াটার ড্রোনের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে এটি ১ হাজার ৬০০ ফুটের তেজস্ক্রিয় জোয়ারের তরঙ্গ তৈরি করবে এবং ব্রিটেনকে পুরোপুরি ডুবিয়ে দেবে। এটি হিরোশিমায় ফেলা বোমার থেকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী। উল্লেখ্য, সম্প্রতি সারমাত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় রাশিয়া। এটি একসঙ্গে ১০টি পর্যন্ত পরমাণু বোমা বহন করতে পারে। সারমাত কয়েক হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হওয়ায় আমেরিকা ও ইউরোপের সবগুলো দেশ এর পাল্লার আওতায় রয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরমাণু হামলায় সাগরে ডোবানো হবে ব্রিটেনকে! হুমকি পুতিন ঘনিষ্ঠের

আপডেট : ৬ মে ২০২২, শুক্রবার

মস্কো, ৫ মে­: রাশিয়া প্রকাণ্ড এক দেশ। আর তার তুলনায় ব্রিটেন অতি ক্ষুদ্র। তাই এতদিন ধরে ব্রিটেনের হুমকি বরাবরই উপেক্ষা করে এসেছে রাশিয়া। তবে এবার রাশিয়াকে সরাসরি পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছে ব্রিটেন। এতে বেজায় চটেছে ক্রেমলিন। যে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র রুশ পরমাণু অস্ত্রের ধাক্কায় ডুবে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, তারা কীভাবে রাশিয়াকে পরমাণু অস্ত্রের হুমকি দেয়? ব্রিটেনকে উদ্দেশ্য করে এ প্রশ্ন রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র হিসেবে পরিচিত সাংবাদিক দিমিত্রি কিসলিয়োভ। রাশিয়ার নিউজ চ্যানেল রাশা-টুডের প্রধান কিসলিয়োভ সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, মুহূর্তের মধ্যে ব্রিটেনকে সাগরের গভীরে ডুবিয়ে দেওয়ার বা মানচিত্র থেকে মুছে ফেলার সক্ষমতা রয়েছে রাশিয়ার। এর জন্য সম্প্রতি পরীক্ষিত একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট হবে। কিছুদিন আগে ব্রিটিশ উপ-প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপপি বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারে ইউক্রেন। এ সময় তিনি পরমাণু অস্ত্র ব্যবহারেরও হুমকি দেন। এর জবাবে কিসলিয়োভ বলেন, যারা নিজেরাই একটি সামান্য দ্বীপরাষ্ট্র এবং রুশ পরমাণু অস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে, তারা কেন অযথা রাশিয়াকে পরমাণু হুমকি দিতে আসে! সারমাত ক্ষেপণাস্ত্রের ধ্বংসক্ষমতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সারমাত হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্য কিংবা ব্রিটেনের মতো একটি দেশকে ধ্বংস করতে একটি সারমাত ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। আন্ডারওয়াটার ড্রোনের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে এটি ১ হাজার ৬০০ ফুটের তেজস্ক্রিয় জোয়ারের তরঙ্গ তৈরি করবে এবং ব্রিটেনকে পুরোপুরি ডুবিয়ে দেবে। এটি হিরোশিমায় ফেলা বোমার থেকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী। উল্লেখ্য, সম্প্রতি সারমাত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় রাশিয়া। এটি একসঙ্গে ১০টি পর্যন্ত পরমাণু বোমা বহন করতে পারে। সারমাত কয়েক হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হওয়ায় আমেরিকা ও ইউরোপের সবগুলো দেশ এর পাল্লার আওতায় রয়েছে।