২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার নতুন দোতলা বাড়ি পেলেন বাদাম কাকু, কিভাবে জানুন বিস্তারিত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ মে ২০২২, রবিবার
  • / 82

 

পুবের কলম ওয়েবডেস্কঃ পাকা বাদাম নয়, কাঁচা বাদামই রাতারাতি সেলিব্রিটি করে তুলেছে বাদাম কাকু ভুবন বাদ্যকরকে।” আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম “… এই একটা গানই ভুবন কে ভুবন জোড়া খ্যাতি দিয়েছে। এবার সামনে এল বাদাম কাকুর পেল্লায় দোতলা বাড়ির ছবি।

আরও পড়ুন: দুর্ঘটনায় জখম ‘কাঁচা বাদাম’ খ্যাত ‘বাদাম কাকু ভুবন বাদ্যকর’, ভর্তি হাসপাতালে

গত ফেব্রুয়ারি মাসে জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরির মঞ্চে আসেন ভুবন বাদ্যকার। সেখানেই তাঁর আফসোস ছিল এখনও তাঁকে কুঁড়ে ঘরে থাকতে হয়। জোটেনি মাথার ওপর পাকা ছাদ। তবে এই আফসোস মিটতে সময় লাগেনি, শুধু দোতলা বাড়িই নয়, সেই বাড়ির মানানসই ইন্টেরিয়র ডিজাইনও করে দিয়েছেন এক অনুরাগী ডিজাইনার। পুরো বিষয়টাকেই গোবিন্দর কৃপা হিসেবে দেখছেন ভুবন। সঙ্গে আরও বলছেন তাঁর অনুরাগীদের জন্যই এহেন অসম্ভব সম্ভব হয়েছে।

নিজের দাদা, বৌদি সবাইকে নিয়ে একসঙ্গে নুতন বাড়িতে থাকতে চান বাদাম কাকু। সবাই কে পাশে নিয়েই চান পথ চলতে।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার নতুন দোতলা বাড়ি পেলেন বাদাম কাকু, কিভাবে জানুন বিস্তারিত

আপডেট : ৮ মে ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ পাকা বাদাম নয়, কাঁচা বাদামই রাতারাতি সেলিব্রিটি করে তুলেছে বাদাম কাকু ভুবন বাদ্যকরকে।” আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম “… এই একটা গানই ভুবন কে ভুবন জোড়া খ্যাতি দিয়েছে। এবার সামনে এল বাদাম কাকুর পেল্লায় দোতলা বাড়ির ছবি।

আরও পড়ুন: দুর্ঘটনায় জখম ‘কাঁচা বাদাম’ খ্যাত ‘বাদাম কাকু ভুবন বাদ্যকর’, ভর্তি হাসপাতালে

গত ফেব্রুয়ারি মাসে জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরির মঞ্চে আসেন ভুবন বাদ্যকার। সেখানেই তাঁর আফসোস ছিল এখনও তাঁকে কুঁড়ে ঘরে থাকতে হয়। জোটেনি মাথার ওপর পাকা ছাদ। তবে এই আফসোস মিটতে সময় লাগেনি, শুধু দোতলা বাড়িই নয়, সেই বাড়ির মানানসই ইন্টেরিয়র ডিজাইনও করে দিয়েছেন এক অনুরাগী ডিজাইনার। পুরো বিষয়টাকেই গোবিন্দর কৃপা হিসেবে দেখছেন ভুবন। সঙ্গে আরও বলছেন তাঁর অনুরাগীদের জন্যই এহেন অসম্ভব সম্ভব হয়েছে।

নিজের দাদা, বৌদি সবাইকে নিয়ে একসঙ্গে নুতন বাড়িতে থাকতে চান বাদাম কাকু। সবাই কে পাশে নিয়েই চান পথ চলতে।