০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেনে বিরল রোগ ‘মাঙ্কিপক্স’

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মে ২০২২, রবিবার
  • / 66

পুবের কলম ওয়েবডেস্ক: মাঙ্কিপক্স নামক এক বিরল রোগের খোঁজ মিলেছে ব্রিটেনে। ব্রিটেনের হেল্থ সিকিউরিটি এজেন্সি শনিবার জানায়, মাঙ্কিপক্স এমন একটি ভাইরাল ইনফেকশন যা সহজে এক দেহ থেকে অন্য দেহে সংক্রমণ ঘটাতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে এটি কয়েক সপ্তাহের মধ্য ভালো হয়ে যায়, তবে বিশেষ ক্ষেত্রে এ থেকে কঠিন রোগ হতে পারে। সূত্রের খবর, ব্রিটেনে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে এসেছেন। আপাতত তিনি মধ্য লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি রয়েছেন। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘সতর্কতামূলক ব্যবস্‌থা হিসাবে বিশেষজ্ঞরা সেসকল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন যারা মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন।’ ব্রিটিশ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ‍‌‌‌‌‌‌’এই পক্স থেকে সংক্রমণের ঝুঁকি অত্যন্ত কম।’ উল্লখ্য, স্মলপক্সের সঙ্গে সামঞ্জস্য রয়েছে মাঙ্কিপক্সের। এই পক্সের প্রাথমিক উপসর্গ হল জ্বর, মাথ্য ব্যথা, পেশিতে যন্ত্রণা, পিঠে ব্যথা, হাত পা ফুলে ওঠা, ঠান্ডা লাগা ও হাফিয়ে যাওয়া। বিজ্ঞানীরা বলছেন, মাঙ্কিপক্স পশ্চিম ও মধ্য আফ্রিকার বন্যপ্রাণীদের থেকে মানুষের দেহে আসতে পারে।

 

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

আরও পড়ুন: ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে Britain

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রিটেনে বিরল রোগ ‘মাঙ্কিপক্স’

আপডেট : ৮ মে ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: মাঙ্কিপক্স নামক এক বিরল রোগের খোঁজ মিলেছে ব্রিটেনে। ব্রিটেনের হেল্থ সিকিউরিটি এজেন্সি শনিবার জানায়, মাঙ্কিপক্স এমন একটি ভাইরাল ইনফেকশন যা সহজে এক দেহ থেকে অন্য দেহে সংক্রমণ ঘটাতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে এটি কয়েক সপ্তাহের মধ্য ভালো হয়ে যায়, তবে বিশেষ ক্ষেত্রে এ থেকে কঠিন রোগ হতে পারে। সূত্রের খবর, ব্রিটেনে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে এসেছেন। আপাতত তিনি মধ্য লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি রয়েছেন। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘সতর্কতামূলক ব্যবস্‌থা হিসাবে বিশেষজ্ঞরা সেসকল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন যারা মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন।’ ব্রিটিশ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ‍‌‌‌‌‌‌’এই পক্স থেকে সংক্রমণের ঝুঁকি অত্যন্ত কম।’ উল্লখ্য, স্মলপক্সের সঙ্গে সামঞ্জস্য রয়েছে মাঙ্কিপক্সের। এই পক্সের প্রাথমিক উপসর্গ হল জ্বর, মাথ্য ব্যথা, পেশিতে যন্ত্রণা, পিঠে ব্যথা, হাত পা ফুলে ওঠা, ঠান্ডা লাগা ও হাফিয়ে যাওয়া। বিজ্ঞানীরা বলছেন, মাঙ্কিপক্স পশ্চিম ও মধ্য আফ্রিকার বন্যপ্রাণীদের থেকে মানুষের দেহে আসতে পারে।

 

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

আরও পড়ুন: ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে Britain