০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির মেট্রো স্টেশন সংলগ্ন তিনতলা বাড়িতে আগুন, মৃত অন্তত ৩০

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশন সংলগ্ন একটি তিনতলা বাড়িতে আগুন লাগে শুক্রবার। ওই বাড়িটিতে ছিল বিভিন্ন অফিস। দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে বহু মানুষ ছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের। আগুন নেভাতে গিয়ে পরে দুজন দমকল কর্মীর মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০।

উদ্ধার করা হয়েছে ৬০ থেকে ৭০ জনকে।  আগুন থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাঁদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকল। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

এই মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে।

দিল্লির আগুনের ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিসের তরফ থেকে টুইট করে আগুনের ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। মৃতদের প্রতি সমবেদনাও জানানো হয়েছে ওই টুইটে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির মেট্রো স্টেশন সংলগ্ন তিনতলা বাড়িতে আগুন, মৃত অন্তত ৩০

আপডেট : ১৪ মে ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশন সংলগ্ন একটি তিনতলা বাড়িতে আগুন লাগে শুক্রবার। ওই বাড়িটিতে ছিল বিভিন্ন অফিস। দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে বহু মানুষ ছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের। আগুন নেভাতে গিয়ে পরে দুজন দমকল কর্মীর মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০।

উদ্ধার করা হয়েছে ৬০ থেকে ৭০ জনকে।  আগুন থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাঁদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকল। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

এই মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে।

দিল্লির আগুনের ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিসের তরফ থেকে টুইট করে আগুনের ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। মৃতদের প্রতি সমবেদনাও জানানো হয়েছে ওই টুইটে।