০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দম্পতিদের জন্য অভিনব সৌন্দর্য প্রতিযোগিতা কলকাতায়, জিতলেই মিলবে দুবাই যাওয়ার টিকিট

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ অনেক স্বপ্ন, অনেক প্রতিশ্রুতি, আকাঙ্ক্ষার মেলবন্ধনের সম্মিলিত পরিনতি হল সাত পাকে বাঁধা পড়া। তবে মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড এরকম নানা ধরনের সৌন্দর্য প্রতিযোগীতার আয়োজন থাকলেও নেই দম্পতিদের জন্য কোন এই ধরনের মঞ্চ।

খুব সম্প্রতি দম্পতি বা কাপলদের মধ্যে এই সম্পর্ককে আরও মজবুত করার লক্ষে একটি অলঙ্কার বিপনী এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছেন। সল্টলেকের একটি শপিং মলে কাপল নং ওয়ান নামে এই প্রতিযোগিতার ফটোশ্যুটের আয়োজন করা হয়।

প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর ১৩ জন দম্পতিকে মনোনীত করা হয়েছিল চূড়ান্ত পর্বের জন্য। তারমধ্যে থেকেই কাপল নং ওয়ান দম্পতির জন্য রয়েছে জ্যাকপট। একেবারে দুবাই যাওয়ার টিকিট তুলে দেওয়া হবে তাঁদের হাতে। ২৯ মে বাইপাসের এই পাঁচতারা হোটেলে হবে সেই গ্র্যান্ড ফিনালে।

সকল প্রতিযোগী চরম টেনশনে। কোন জুটি পাবেন দুবাই যাওয়ার টিকিট। সেই নিয়ে চলছে জল্পনা।

ফাইনালে উপস্থিত থাকার কথা অভিনেত্রী রিচা শর্মা, মোটিভেশনাল বক্তা নয়না মোরে এবং অন্যান্যরা।

 

নববর্ষ উদ্‌যাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আমস্টারডামের ঐতিহাসিক ভন্ডেলকার্ক চার্চে আগুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দম্পতিদের জন্য অভিনব সৌন্দর্য প্রতিযোগিতা কলকাতায়, জিতলেই মিলবে দুবাই যাওয়ার টিকিট

আপডেট : ১৬ মে ২০২২, সোমবার

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ অনেক স্বপ্ন, অনেক প্রতিশ্রুতি, আকাঙ্ক্ষার মেলবন্ধনের সম্মিলিত পরিনতি হল সাত পাকে বাঁধা পড়া। তবে মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড এরকম নানা ধরনের সৌন্দর্য প্রতিযোগীতার আয়োজন থাকলেও নেই দম্পতিদের জন্য কোন এই ধরনের মঞ্চ।

খুব সম্প্রতি দম্পতি বা কাপলদের মধ্যে এই সম্পর্ককে আরও মজবুত করার লক্ষে একটি অলঙ্কার বিপনী এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছেন। সল্টলেকের একটি শপিং মলে কাপল নং ওয়ান নামে এই প্রতিযোগিতার ফটোশ্যুটের আয়োজন করা হয়।

প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর ১৩ জন দম্পতিকে মনোনীত করা হয়েছিল চূড়ান্ত পর্বের জন্য। তারমধ্যে থেকেই কাপল নং ওয়ান দম্পতির জন্য রয়েছে জ্যাকপট। একেবারে দুবাই যাওয়ার টিকিট তুলে দেওয়া হবে তাঁদের হাতে। ২৯ মে বাইপাসের এই পাঁচতারা হোটেলে হবে সেই গ্র্যান্ড ফিনালে।

সকল প্রতিযোগী চরম টেনশনে। কোন জুটি পাবেন দুবাই যাওয়ার টিকিট। সেই নিয়ে চলছে জল্পনা।

ফাইনালে উপস্থিত থাকার কথা অভিনেত্রী রিচা শর্মা, মোটিভেশনাল বক্তা নয়না মোরে এবং অন্যান্যরা।