ভোট-পরবর্তী হিংসা: সিবিআই দফতরে হাজিরা পরেশ পালের

- আপডেট : ১৮ মে ২০২২, বুধবার
- / 33
পুবের কলম প্রতিবেদক: ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশ পালকে হাজিরা দেওয়ার কথা বলেছিল আদালত। তার পরই বিজেপি নেতা অভিজিৎ সরকার খুনের মামলায় বিধায়ককে তলব করে সিবিআই। সেইমতো বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন বিধায়ক পরেশ পাল। তাঁর পৌঁছনোর আগেই অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার সিবিআই দফতরে পৌঁছে যান। বিশ্বজিৎ জানান, সিবিআই তাঁকে না ডাকলেও তিনি নিজে থেকেই এখানে এসেছেন।
প্রসঙ্গত, ভোটের ফল প্রকাশের দিন অভিজিৎ সরকার নামে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনা নিয়ে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিৎকে বেধড়ক মারধর করে খুন করেছে। গেরুয়া শিবিরের অভিযোগ, অভিজিতের গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হয়। কলকাতার ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ কর্মী অভিজিৎ ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন বলে জানা গিয়েছে।