পুবের কলম ওয়েবডেস্ক :করোনা কালে পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত করে রেখেছে। যার মধ্যে বিতর্ক তৈরি হয়েছে বোর্ডের পরীক্ষা এবং তার ফলপ্রকাশ নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষামাধ্যমগুলি বেছে নিয়েছে স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ণের পথ। ইতিমধ্যে এই নিয়মে মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি প্রকাশ করেছে মাধ্যমিকের ফলাফল। একই ভাবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসসি-র অন্তর্গত দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ফলপ্রকাশ হওয়ার কথা ছিল ২২ জুলাই, ২০২১, বৃহস্পতিবারে। কিন্তু সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে যে এই ফলপ্রকাশের জন্য তাদের আরও একটু সময় দরকার।
সিবিএসসির সূত্রে খবর, ২৫ জুলাই, ২০২১ তারিখে দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হতে চলেছে। এই বিলম্বেরকারণ হিসাবে দায়ী করা হয়েছে দেশের করোনা পরিস্থিতিকেই! বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যতই ফলপ্রকাশ অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে হোক না কেন, তার তালিকা তৈরি করতে গিয়ে সমস্যায় পড়েছেন শিক্ষকেরা, ফলে নির্ধারিত সময়ের চেয়ে তাঁদের একটু বেশি সময় লাগছে । ইতিপূর্বে শীর্ষ আদালতের তরফ থেকেও অযথা সময় নষ্ট না করার নির্দেশ দেওয়া হয়েছে, ফলে আশা করা যাচ্ছে যে ২৫ জুলাই, ২০২১ তারিখেই ফল প্রকাশ করা হবে বোর্ডের তরফে।
জানা গিয়েছে যে এই ফলপ্রকাশের তালিকা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in মারফত ২৫ জুলাই বিকেল ৫টা থেকে দেখতে পারবেন।
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আগামীকাল নয়, সিবিএসসি দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হবে ২৫ জুলাই
-
সুস্মিতা - আপডেট : ২১ জুলাই ২০২১, বুধবার
- 159
ট্যাগ :
সর্বধিক পাঠিত





























