০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চাকরির দাবিতে নার্সিং পড়ুয়াদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন আন্দোলনকারীরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার
  • / 76

পুবের কলম প্রতিবেদক: প্রশিক্ষণপ্রাপ্ত সব নার্সকেই নিয়োগ করতে হবে। দুর্নীতি হয়েছে, তার তদন্ত করতে হবে। এমনই দাবিতে সোমবার স্বাস্থ্যভবনে বিক্ষোভ শুরু করে নার্সিং প্রশিক্ষণপ্রাপ্তরা। দিনভর চলে আন্দোলন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। একই বিষয় নিয়ে মঙ্গলবারও উত্তাল সল্টলেক।  এ দিন বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান আন্দোলনকারীরা।

আন্দোলনের আঁচ পেয়ে আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছিল। স্বাস্থ্যভবন চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ।  ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল গোটা এলাকা। এমনকী প্রিজন ভ্যানও তৈরি ছিল। পুলিশের তরফে বারবার মাইকিং করা হয়। তাতেও কাজ হয়নি।

আরও পড়ুন: বিদ্যুতের একাধিক দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দক্ষিন বারাশত ও রায়দীঘিতে

এ দিন রাস্তায় বসে বিক্ষোভে দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। এক সময় রণক্ষেত্রের চেহারা নেয় স্বাস্থ্যভবন এলাকা। পুলিশের ব্যরিকেড ভেঙে দেয় আন্দোলনকারীদের একাংশ।

আরও পড়ুন: বিক্ষোভ থামার নাম নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ৪৫ হাজার পুলিশ

আন্দোলনকারীদের বক্তব্য, নার্সিং-এর নিয়োগে দুর্নীতি হয়েছে। অভিযোগ, নিয়োগের জন্য যে প্যানেল তৈরি করা হয়েছে, সেখানে অনেক ভুয়ো নাম রয়েছে। অনেকের নাম রয়েছে যাঁদের রেজিস্ট্রেশনই নেই। নিয়ম বহির্ভূতভাবে চল্লিশোর্ধ্ব অনেকে চাকরি পেয়েছেন বলেও অভিযোগ।

আরও পড়ুন: ‘আদিপুরুষ’  ছবির ডায়ালগ নিয়ে বিতর্ক তুঙ্গে,  হাওড়াতেও প্রতীকী গদা নিয়ে বিক্ষোভ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চাকরির দাবিতে নার্সিং পড়ুয়াদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন আন্দোলনকারীরা

আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: প্রশিক্ষণপ্রাপ্ত সব নার্সকেই নিয়োগ করতে হবে। দুর্নীতি হয়েছে, তার তদন্ত করতে হবে। এমনই দাবিতে সোমবার স্বাস্থ্যভবনে বিক্ষোভ শুরু করে নার্সিং প্রশিক্ষণপ্রাপ্তরা। দিনভর চলে আন্দোলন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। একই বিষয় নিয়ে মঙ্গলবারও উত্তাল সল্টলেক।  এ দিন বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান আন্দোলনকারীরা।

আন্দোলনের আঁচ পেয়ে আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছিল। স্বাস্থ্যভবন চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ।  ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল গোটা এলাকা। এমনকী প্রিজন ভ্যানও তৈরি ছিল। পুলিশের তরফে বারবার মাইকিং করা হয়। তাতেও কাজ হয়নি।

আরও পড়ুন: বিদ্যুতের একাধিক দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দক্ষিন বারাশত ও রায়দীঘিতে

এ দিন রাস্তায় বসে বিক্ষোভে দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা। এক সময় রণক্ষেত্রের চেহারা নেয় স্বাস্থ্যভবন এলাকা। পুলিশের ব্যরিকেড ভেঙে দেয় আন্দোলনকারীদের একাংশ।

আরও পড়ুন: বিক্ষোভ থামার নাম নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ৪৫ হাজার পুলিশ

আন্দোলনকারীদের বক্তব্য, নার্সিং-এর নিয়োগে দুর্নীতি হয়েছে। অভিযোগ, নিয়োগের জন্য যে প্যানেল তৈরি করা হয়েছে, সেখানে অনেক ভুয়ো নাম রয়েছে। অনেকের নাম রয়েছে যাঁদের রেজিস্ট্রেশনই নেই। নিয়ম বহির্ভূতভাবে চল্লিশোর্ধ্ব অনেকে চাকরি পেয়েছেন বলেও অভিযোগ।

আরও পড়ুন: ‘আদিপুরুষ’  ছবির ডায়ালগ নিয়ে বিতর্ক তুঙ্গে,  হাওড়াতেও প্রতীকী গদা নিয়ে বিক্ষোভ