০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাসূল সা.-র অবমাননা, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল কাতার ও কুয়েত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জুন ২০২২, সোমবার
  • / 43

পুবের কলম, ওয়েবডেস্ক: নবী সা. সম্পর্কে বিজেপি নেত্রীর অবমাননাকর মন্তব্যর প্রতিবাদে সরব মুসলিম দেশগুলিও। ইতিমধ্যেই কাতারের বিদেশ মন্ত্রক এই বিষয়ে রবিবার সমন পাঠিয়েছে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তলকে। সেখানে কাতারের বিদেশ মন্ত্রক রীতিমতো ক্ষাভপ্রকাশ করে জানিয়েছে, বিজেপি নেত্রীর নবী সা. সম্পর্কিত মন্তব্যে তারা অত্যন্ত হতাশ। একইসঙ্গে তারা এই ধরনের মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান ও নিন্দার দাবি জানিয়েছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া দিয়ে বলা হয়েছে, ‘কাতার অত্যন্ত জোরের সঙ্গে জানাচ্ছে যে, এই ধরনের অবমাননাকর মন্তব্যগুলি ধর্মীয় বিদ্বেষকে উসকে দেয়। বিশ্বব্যাপী মুসলিমদের অপমান করে। ভারত-সহ বিশ্বের উন্নয়ন ও সভ্যতায় ইসলাম যে ভূমিকা পালন করেছে তার প্রতি অজ্ঞতা প্রদর্শন করেছে।’

আরও পড়ুন: কাতারের সঙ্গে ২৪৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা ট্রাম্পের

কাতারের তরফে আরও বলা হয়েছে, সহনশীলতার মূল্যবোধ, সহাবস্থানের প্রতি তাদের সমর্থন ও সর্বধর্ম ও জাতির প্রতি তাদের শ্রদ্ধা বহাল থাকবে।  আর এই মূল্যবোধ কাতারের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের বন্ধুত্বকে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে তাদের অক্লান্ত পরিশ্রমকে চিহ্নিত করে। কাতার সরকারের এই কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে সে দেশের ভারতীয় দূতাবাসও বিষয়টি নিয়ে মুখ খুলেছে। কাতারের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কাতারের বিদেশ মন্ত্রকের কথা হয়েছে। সেখানে ভারতের কিছু ব্যক্তির বিদ্বেষমূলক ট্যুইট নিয়ে উদ্বেগপ্রকাশ করা হয়েছে। ভারতের দূতাবাস এটা সাফ জানাতে চায় যে, কোনও ব্যক্তি বিশেষের এই ধরনের মন্তব্য মোটেই ভারত সরকারের মতামতকে প্রতিফলিত করে না। এটা সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু লোকদের মতামত। ভারত সরকার এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য। পরম্পরা। সমস্ত ধর্মের প্রতি ভারত সরকার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে থাকে। এই ধরনের অবমাননাকর মন্তব্য যারা করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে

আরও পড়ুন: কুয়েতে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা

 

আরও পড়ুন: রমযানে ৯০০ পণ্যের দাম কমল কাতারে

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাসূল সা.-র অবমাননা, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল কাতার ও কুয়েত

আপডেট : ৬ জুন ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: নবী সা. সম্পর্কে বিজেপি নেত্রীর অবমাননাকর মন্তব্যর প্রতিবাদে সরব মুসলিম দেশগুলিও। ইতিমধ্যেই কাতারের বিদেশ মন্ত্রক এই বিষয়ে রবিবার সমন পাঠিয়েছে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তলকে। সেখানে কাতারের বিদেশ মন্ত্রক রীতিমতো ক্ষাভপ্রকাশ করে জানিয়েছে, বিজেপি নেত্রীর নবী সা. সম্পর্কিত মন্তব্যে তারা অত্যন্ত হতাশ। একইসঙ্গে তারা এই ধরনের মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান ও নিন্দার দাবি জানিয়েছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া দিয়ে বলা হয়েছে, ‘কাতার অত্যন্ত জোরের সঙ্গে জানাচ্ছে যে, এই ধরনের অবমাননাকর মন্তব্যগুলি ধর্মীয় বিদ্বেষকে উসকে দেয়। বিশ্বব্যাপী মুসলিমদের অপমান করে। ভারত-সহ বিশ্বের উন্নয়ন ও সভ্যতায় ইসলাম যে ভূমিকা পালন করেছে তার প্রতি অজ্ঞতা প্রদর্শন করেছে।’

আরও পড়ুন: কাতারের সঙ্গে ২৪৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা ট্রাম্পের

কাতারের তরফে আরও বলা হয়েছে, সহনশীলতার মূল্যবোধ, সহাবস্থানের প্রতি তাদের সমর্থন ও সর্বধর্ম ও জাতির প্রতি তাদের শ্রদ্ধা বহাল থাকবে।  আর এই মূল্যবোধ কাতারের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের বন্ধুত্বকে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে তাদের অক্লান্ত পরিশ্রমকে চিহ্নিত করে। কাতার সরকারের এই কড়া অবস্থানের পরিপ্রেক্ষিতে সে দেশের ভারতীয় দূতাবাসও বিষয়টি নিয়ে মুখ খুলেছে। কাতারের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কাতারের বিদেশ মন্ত্রকের কথা হয়েছে। সেখানে ভারতের কিছু ব্যক্তির বিদ্বেষমূলক ট্যুইট নিয়ে উদ্বেগপ্রকাশ করা হয়েছে। ভারতের দূতাবাস এটা সাফ জানাতে চায় যে, কোনও ব্যক্তি বিশেষের এই ধরনের মন্তব্য মোটেই ভারত সরকারের মতামতকে প্রতিফলিত করে না। এটা সমাজ থেকে বিচ্ছিন্ন কিছু লোকদের মতামত। ভারত সরকার এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য। পরম্পরা। সমস্ত ধর্মের প্রতি ভারত সরকার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে থাকে। এই ধরনের অবমাননাকর মন্তব্য যারা করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে

আরও পড়ুন: কুয়েতে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা

 

আরও পড়ুন: রমযানে ৯০০ পণ্যের দাম কমল কাতারে