পুবের কলম ওয়েবডেস্কঃ আবারও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল সউদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের। শ্রেণিকক্ষে বিভিন্ন দেশ ও জাতির শিক্ষার্থীদের জায়গা করে দিয়ে এ রেকর্ড অর্জন করেছে বিশ্বের অন্যতম এই বিশ্ববিদ্যালয়। এর আগে ২০১৭ সালেও এই রেকর্ড অর্জন করেছিল বিশ্ববিদ্যালয়টি।
মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. মামদুহ বিন সাউদ বিন সানয়ান আলে সাউদের হাতে নতুন করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকডর্সের সম্মাননা সনদ তুলে দেওয়া হয়েছে। সারা বিশ্বে মধ্যপন্থা, সহাবস্থান ও শান্তি, সম্প্রীতিবোধ প্রসারে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ ভূমিকা পালন করছেন বলে মনে করা হয়। প্রতিবছর সউদি সরকারের শিক্ষাবৃত্তি নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন বিশ্বের নানা দেশের জ্ঞানপিপাসু শিক্ষার্থীরা। শিক্ষা, আবাসন ও যানবাহনের পুরো ব্যয় বহন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৯৬২ সালের ৬ সেপ্টেম্বর সউদি বাদশাহ সাউদ বিন আবদুল আজিজের রাজকীয় নির্দেশনায় মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সারা বিশ্বে ইসলামি শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা পালন করছে বিশ্ববিদ্যালয়টি। ইসলামি শরিয়াহ, দাওয়াহ, কুরআন, হাদিস ও আরবি বিভাগের পাশাপাশি ২০০৯ সালে ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগ খোলা হয়। এসব বিভাগে ১৭০টিরও বেশি দেশের ২০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। বিশ্বের ৫০টির বেশিও ভাষাভাষী শিক্ষার্থীদের বিচিত্র সংস্কৃতির মিলনমেলা এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।






























