০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার খুনের ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সের গয়েরকাটায়

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার
  • / 11

REPRESENTATIVE IMAGE

শুভজিৎ দেবনাথঃ ৪৫ দিনের মাথায় ফের খুন। স্ত্রীর হাতে খুন হন মদ্যপ স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ডুয়ার্সের গয়েরকাটায়। সূত্রের খবর, প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় এসে স্ত্রীকে নানান ভাবে অত্যাচার করতেন তাঁর স্বামী। প্রতিদিনের মতই এদিনেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। মদ্যপ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাটাম দিয়ে স্বামীর মাথায় আঘাত করে স্ত্রী। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামীর।

ঘটনাটি ঘটেছে, বানারহাট ব্লকের হিন্দুপাড়া এলাকায়। জানা যায়, মৃতের নাম সুরেন বারা। অভিযুক্ত স্ত্রীর নাম দুর্গী বারা। মৃত ব্যক্তির দাদা রঞ্জন বারার দাবি, এদের প্রায়শই ঝামেলা চলত। এর আগেও বাড়ি ঘর ভাঙচুর এবং আগুন ধরিয়ে দিয়েছিল তাঁর স্বামী। ফলস্বরূপ মৃতর স্ত্রী অভিযোগ দায়ের করেন থানায়। তার স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সুরেন বারাকে এবং বেশ কয়েকদিন জেলও খাটে সে। এরপর গত কয়েকদিন থেকে বাড়িতে ঢুকে সুরেন বাড়ি ভাঙচুর সহ বাড়িতে চরম অশান্তি করছিল। প্রতিদিন এই আচরনে অতিষ্ঠ হয়ে পড়ছিল পরিবারের লোকজন।

সোমবার রাতেও সুরেন বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুর শুরু করলে তার স্ত্রী বাধা দেয়। দু-জনের মধ্যে বচসা চরমে গেলে বাটাম দিয়ে সুরেনকে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরেনের।ঘটনার খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে অভিযুক্তা দুর্গী বারাকে গ্রেফতার করা হয়।পুলিশ সুত্রে জানানো হয়েছে, বাটামটি উদ্ধার করা হয়েছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার খুনের ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সের গয়েরকাটায়

আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার

শুভজিৎ দেবনাথঃ ৪৫ দিনের মাথায় ফের খুন। স্ত্রীর হাতে খুন হন মদ্যপ স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ডুয়ার্সের গয়েরকাটায়। সূত্রের খবর, প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় এসে স্ত্রীকে নানান ভাবে অত্যাচার করতেন তাঁর স্বামী। প্রতিদিনের মতই এদিনেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। মদ্যপ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাটাম দিয়ে স্বামীর মাথায় আঘাত করে স্ত্রী। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামীর।

ঘটনাটি ঘটেছে, বানারহাট ব্লকের হিন্দুপাড়া এলাকায়। জানা যায়, মৃতের নাম সুরেন বারা। অভিযুক্ত স্ত্রীর নাম দুর্গী বারা। মৃত ব্যক্তির দাদা রঞ্জন বারার দাবি, এদের প্রায়শই ঝামেলা চলত। এর আগেও বাড়ি ঘর ভাঙচুর এবং আগুন ধরিয়ে দিয়েছিল তাঁর স্বামী। ফলস্বরূপ মৃতর স্ত্রী অভিযোগ দায়ের করেন থানায়। তার স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সুরেন বারাকে এবং বেশ কয়েকদিন জেলও খাটে সে। এরপর গত কয়েকদিন থেকে বাড়িতে ঢুকে সুরেন বাড়ি ভাঙচুর সহ বাড়িতে চরম অশান্তি করছিল। প্রতিদিন এই আচরনে অতিষ্ঠ হয়ে পড়ছিল পরিবারের লোকজন।

সোমবার রাতেও সুরেন বাড়িতে ঢুকে বাড়ি ভাঙচুর শুরু করলে তার স্ত্রী বাধা দেয়। দু-জনের মধ্যে বচসা চরমে গেলে বাটাম দিয়ে সুরেনকে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরেনের।ঘটনার খবর পেয়ে বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে অভিযুক্তা দুর্গী বারাকে গ্রেফতার করা হয়।পুলিশ সুত্রে জানানো হয়েছে, বাটামটি উদ্ধার করা হয়েছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হবে।