অমানবিকঃ রাস্তায় পড়ে রইলেন অসুস্থ ব্যক্তি, দীর্ঘ সময় পর হাসপাতালে ভর্তি
- আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 12
আইভি আদকঃ রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে থাকা এক অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করতে পাশে পাওয়া গেলনা কোনও পথচলতি মানুষকে। শেষপর্যন্ত এলাকার এক স্থানীয় ব্যবসায়ী রেড ভলেন্টিয়ারর্সদের থেকে ওই খবর পেয়ে এগিয়ে আসেন অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করতে। এরপর একটি মোটর ভ্যানের সাহায্য নিয়ে ওই অসুস্থ ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণে বাঁচেন অসুস্থ ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানা এলাকার মহীয়াড়ী রোডে। রাজেশ দাস নামের ওই উদ্ধারকারী ব্যক্তি বলেন, খবর পাই অসুস্থ অবস্থায় ওই ব্যক্তি প্রায় দেড় ঘন্টা ধরে রাস্তায় পড়ে আছেন। পথচলতি মানুষ তারা দেখেও ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেননি। এরপর রেড ভলেন্টিয়ার্সদের থেকে খবর জানতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসি। এরপর পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশ সেই মুহুর্তে বিশেষ ডিউটির কারণে তৎক্ষনাৎ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে পারেনি। পুলিশ থেকে বলা হয় আপনারা দ্রুত যেভাবে হোক হাওড়া জেলা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করুন। এরপর আমরা গিয়ে সব ব্যবস্থা করব। এরপর আমি এক মোটর ভ্যানচালকের সাহায্য নিয়ে ওই ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে এনে ভর্তি করি। অসুস্থ ব্যক্তির নাম ঝন্টু দাস। তিনি জগাছার মহীয়াড়ী রোডের বাসিন্দা বলে জানা গেছে। কোনও কারণে উনি রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। এইভাবে মানুষের বিপদে জানাতে পেরে ভালো লাগছে।