০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
টেট উত্তীর্ণদের বিক্ষোভ হাজরা মোড়ে, আটক শতাধিক

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২২ জুন ২০২২, বুধবার
- / 40
পুবের কলম প্রতিবেদক: ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত হল হাজরা মোড় চত্বর। বুধবার বিক্ষোভরত ১২০ জন টেট উত্তীর্ণকে আটক করে পুলিশ। বহু মহিলা চাকরিপ্রার্থীও শামিল হয়েছিলেন এদিনের বিক্ষোভে। তাঁদের দাবি, যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ দেওয়া হয়নি। তার বদলে টাকা পয়সার বিনিময়ে অন্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।
চোদ্দর টেট পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ২০১৭-তে। সেই মামলাতেই গত ১৩ জুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করেন। শুধু তাই নয়। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে অপসারিত করেছে আদালত।