০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোর সঙ্গে যুক্ত হবে সরকারি বাস পরিষেবা

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার
  • / 33

পুবের কলম প্রতিবেদকঃ­ শহরে মেট্রো পরিষেবা নাগরিকদের কাছে সহজতর করতে উদ্যোগী হয়েছে রাজ্য পরিবহন দফতর। সেক্ষেত্রে ফিডার পদ্ধতি চালু হতে চলেছে। নতুন এই পদ্ধতিতে শহরের প্রতিটা মেট্রো স্টেশনের কাছাকাছি বাস রুট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে বেশ কিছু জায়গার জন্য অটোর রুটও চালু করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই পরিবহন দফতরের তরফে প্রাথমিক পর্যায়ে সমগ্র পরিকল্পনা সম্পন্ন হয়েছে। শহরে সবকটি মেট্রো রুট চালু হয়ে গেলেই, পরিবহন দফতরের তরফে ‘ফিডার পরিষেবা’ চালু করে দেওয়া হবে। শনিবার এই পরিকল্পনার কথা জানান পরিবহন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

 

আরও পড়ুন: নিম্নচাপ কাটতেই পারদ চড়ছে দক্ষিণে, ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী

এদিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে নিজের সমস্যা নিয়ে ফোন করেন এক নাগরিক। ১১৫ ওয়ার্ডের ষাটোর্ধ্ব ওই নাগরিকের বাড়ির কাছে যে মেট্ৰো স্টেশন রয়েছে, সেখানে যাতায়াত করার জন্য কোনও অটোও ব্যবস্থা নেই। ফলে হেঁটেই যাতায়াত করতে হয় তাঁদের। এই বয়সে যা সমস্যা তৈরি করছে। বিষয়টি সম্পূর্ণ পরিবহন দফতরের আওতাধীন হলেও, মেয়র ফিরহাদ হাকিম একাধারে পরিবহন মন্ত্রী হওয়াতে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে নিজের সমস্যার কথা তুলে ধরেন ওই ব্যক্তি। এ প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘’আমরা পরিবহণ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা নিচ্ছি। আগামী দিনে কলকাতাকে যানজট মুক্ত রাখতে হলে ফিডার পদ্ধতি চালু করতে হবে। কলকাতায় মাত্র সাত শতাংশ উন্মুক্ত জায়গা আছে। যেভাবে গাড়ি বাড়ছে, তাতে আগামী দিনে যানজট বাড়বে এটাই স্বাভাবিক। যানজট যাতে কম হয় তার জন্য আমরা একাধিক উড়ালপুল করেছি। তবুও আমাদের বিকল্প ভাবতে হবে। সেই ভাবনা থেকেই ফিডার পরিষেবা দেওয়া হবে।’’

আরও পড়ুন: লোকসভায় পেশ নয়া আয়কর বিল

 

আরও পড়ুন: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, মূল মঞ্চে বসতে পারবেন ৫০০জন, শহর জুড়ে জায়েন্ট স্ক্রিন

নতুন এই পরিষেবায় মেট্রো স্টেশনগুলিতে যাত্রীরা বাসে এসে নামবেন। আবার ফেরার ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকবে। ব্যারাকপুর থেকে ফিডার সার্ভিস থাকবে। কামারহাটির ভিতরের এলাকা দিয়ে ফিডার সার্ভিস থাকবে দক্ষিণেশ্বর পর্যন্ত। সেই রকম মেট্রো রেল জুড়ে ফিডার সার্ভিস থাকবে। বাস বা অটো মারফত এই ফিডার পরিষেবা চালু করা হবে। ২০৩০ সালের মধ্যে শহরে সব ব্যাটারি পরিচালিত নামানোর পাশাপাশি বাস রুট মেট্রো স্টেশনগুলির সঙ্গে জুড়ে দেওয়া হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেট্রোর সঙ্গে যুক্ত হবে সরকারি বাস পরিষেবা

আপডেট : ২৫ জুন ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ­ শহরে মেট্রো পরিষেবা নাগরিকদের কাছে সহজতর করতে উদ্যোগী হয়েছে রাজ্য পরিবহন দফতর। সেক্ষেত্রে ফিডার পদ্ধতি চালু হতে চলেছে। নতুন এই পদ্ধতিতে শহরের প্রতিটা মেট্রো স্টেশনের কাছাকাছি বাস রুট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে বেশ কিছু জায়গার জন্য অটোর রুটও চালু করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই পরিবহন দফতরের তরফে প্রাথমিক পর্যায়ে সমগ্র পরিকল্পনা সম্পন্ন হয়েছে। শহরে সবকটি মেট্রো রুট চালু হয়ে গেলেই, পরিবহন দফতরের তরফে ‘ফিডার পরিষেবা’ চালু করে দেওয়া হবে। শনিবার এই পরিকল্পনার কথা জানান পরিবহন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

 

আরও পড়ুন: নিম্নচাপ কাটতেই পারদ চড়ছে দক্ষিণে, ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী

এদিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে নিজের সমস্যা নিয়ে ফোন করেন এক নাগরিক। ১১৫ ওয়ার্ডের ষাটোর্ধ্ব ওই নাগরিকের বাড়ির কাছে যে মেট্ৰো স্টেশন রয়েছে, সেখানে যাতায়াত করার জন্য কোনও অটোও ব্যবস্থা নেই। ফলে হেঁটেই যাতায়াত করতে হয় তাঁদের। এই বয়সে যা সমস্যা তৈরি করছে। বিষয়টি সম্পূর্ণ পরিবহন দফতরের আওতাধীন হলেও, মেয়র ফিরহাদ হাকিম একাধারে পরিবহন মন্ত্রী হওয়াতে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে নিজের সমস্যার কথা তুলে ধরেন ওই ব্যক্তি। এ প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘’আমরা পরিবহণ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা নিচ্ছি। আগামী দিনে কলকাতাকে যানজট মুক্ত রাখতে হলে ফিডার পদ্ধতি চালু করতে হবে। কলকাতায় মাত্র সাত শতাংশ উন্মুক্ত জায়গা আছে। যেভাবে গাড়ি বাড়ছে, তাতে আগামী দিনে যানজট বাড়বে এটাই স্বাভাবিক। যানজট যাতে কম হয় তার জন্য আমরা একাধিক উড়ালপুল করেছি। তবুও আমাদের বিকল্প ভাবতে হবে। সেই ভাবনা থেকেই ফিডার পরিষেবা দেওয়া হবে।’’

আরও পড়ুন: লোকসভায় পেশ নয়া আয়কর বিল

 

আরও পড়ুন: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, মূল মঞ্চে বসতে পারবেন ৫০০জন, শহর জুড়ে জায়েন্ট স্ক্রিন

নতুন এই পরিষেবায় মেট্রো স্টেশনগুলিতে যাত্রীরা বাসে এসে নামবেন। আবার ফেরার ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকবে। ব্যারাকপুর থেকে ফিডার সার্ভিস থাকবে। কামারহাটির ভিতরের এলাকা দিয়ে ফিডার সার্ভিস থাকবে দক্ষিণেশ্বর পর্যন্ত। সেই রকম মেট্রো রেল জুড়ে ফিডার সার্ভিস থাকবে। বাস বা অটো মারফত এই ফিডার পরিষেবা চালু করা হবে। ২০৩০ সালের মধ্যে শহরে সব ব্যাটারি পরিচালিত নামানোর পাশাপাশি বাস রুট মেট্রো স্টেশনগুলির সঙ্গে জুড়ে দেওয়া হবে।