০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গুয়ান্তানামোর জেল থেকে মুক্ত ১ আফগান নাগরিক

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার
  • / 39

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ ১৫ বছর আটকে রাখার পর কিউবার গুয়ান্তানামো বে কারাগার থেকে এক আফগান বন্দিকে মুক্তি দিল আমেরিকা। আফগানিস্তানের তালিবান সরকার তথ্যটি নিশ্চিত করেছে। মুক্ত ব্যক্তির নাম আসাদুল্লাহ হারুন (৩৯)। হারুন পূর্ব আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের বাসিন্দা। হারুনকে কাতারের রাজধানী দোহায় তালিবান কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

তালিবানের দোহা অফিসের প্রধান সুহেল শাহিন বলেছেন, এই মুক্তি তালিবান-মার্কিন সরকারের মধ্যে একটি ইতিবাচক অগ্রগতি। তালিবান নেতা শাহিন আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেন, গুয়ান্তানামোর জেল থেকে বাদবাকি বন্দিদেরও মুক্তি দেওয়া হোক। কারণ, বহু বন্দিকে ওই জেলে শুধু সন্দেহের বশে আটক রাখা হয়েছে।

আরও পড়ুন: দিল্লির নাবালিকার ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ

 

আরও পড়ুন: ব্রেকিং: ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ, গ্রেফতার অসাংবিধানিক

বছরের পর বছর ধরে বন্দিদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, চলছে নির্যাতন। অধিকাংশ বন্দিদের কোনও বিচারই হয়নি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, মার্কিন আদালতের রায়ের পর হারুনকে মুক্ত করা হয়। এর আগে মানবাধিকার সংস্থাগুলো হারুনকে মুক্ত করার দাবি তুলেছিল। তবে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও আদালতের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। উল্লেখ্য, আফগানিস্তানে ২০০৭ সালে মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েন হারুন।

 

এর আগে তিনি একজন মধু ব্যবসায়ী ছিলেন। আমেরিকার অভিযোগ, হারুন আল-কায়দার একজন এজেন্ট ছিলেন, যিনি দলটির আফগান-ভিত্তিক শাখার কমান্ডার হিসাবে কাজ করতেন। তবে হারুন এই অভিযোগ অস্বীকার করেছেন। গুয়ান্তানামো বে কারাগারে আটক আরও এক আফগান বন্দিদের নাম মুহাম্মদ রহিম। রহিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে আমেরিকা। নয়-এগারো হামলায় যুক্ত থাকার অভিযোগ আনা হলেও এর সাপেক্ষে কোনও প্রমাণ আমেরিকার কাছে নেই। রহিমকেও বিনা বিচারে আটকে রাখা হয়েছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুয়ান্তানামোর জেল থেকে মুক্ত ১ আফগান নাগরিক

আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ ১৫ বছর আটকে রাখার পর কিউবার গুয়ান্তানামো বে কারাগার থেকে এক আফগান বন্দিকে মুক্তি দিল আমেরিকা। আফগানিস্তানের তালিবান সরকার তথ্যটি নিশ্চিত করেছে। মুক্ত ব্যক্তির নাম আসাদুল্লাহ হারুন (৩৯)। হারুন পূর্ব আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের বাসিন্দা। হারুনকে কাতারের রাজধানী দোহায় তালিবান কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

তালিবানের দোহা অফিসের প্রধান সুহেল শাহিন বলেছেন, এই মুক্তি তালিবান-মার্কিন সরকারের মধ্যে একটি ইতিবাচক অগ্রগতি। তালিবান নেতা শাহিন আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেন, গুয়ান্তানামোর জেল থেকে বাদবাকি বন্দিদেরও মুক্তি দেওয়া হোক। কারণ, বহু বন্দিকে ওই জেলে শুধু সন্দেহের বশে আটক রাখা হয়েছে।

আরও পড়ুন: দিল্লির নাবালিকার ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ

 

আরও পড়ুন: ব্রেকিং: ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ, গ্রেফতার অসাংবিধানিক

বছরের পর বছর ধরে বন্দিদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, চলছে নির্যাতন। অধিকাংশ বন্দিদের কোনও বিচারই হয়নি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, মার্কিন আদালতের রায়ের পর হারুনকে মুক্ত করা হয়। এর আগে মানবাধিকার সংস্থাগুলো হারুনকে মুক্ত করার দাবি তুলেছিল। তবে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও আদালতের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। উল্লেখ্য, আফগানিস্তানে ২০০৭ সালে মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েন হারুন।

 

এর আগে তিনি একজন মধু ব্যবসায়ী ছিলেন। আমেরিকার অভিযোগ, হারুন আল-কায়দার একজন এজেন্ট ছিলেন, যিনি দলটির আফগান-ভিত্তিক শাখার কমান্ডার হিসাবে কাজ করতেন। তবে হারুন এই অভিযোগ অস্বীকার করেছেন। গুয়ান্তানামো বে কারাগারে আটক আরও এক আফগান বন্দিদের নাম মুহাম্মদ রহিম। রহিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে আমেরিকা। নয়-এগারো হামলায় যুক্ত থাকার অভিযোগ আনা হলেও এর সাপেক্ষে কোনও প্রমাণ আমেরিকার কাছে নেই। রহিমকেও বিনা বিচারে আটকে রাখা হয়েছে।