০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিশ্বতোষ সেনগুপ্তের অভিনব আলোকচিত্র প্রদর্শনী
ইমামা খাতুন
- আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
- / 45
সন্দীপ সাহাঃ বিশ্বতোষ সেনগুপ্তের অভিনব আলোকচিত্র প্রদর্শনী ‘ম্যাথামেটিক্যাল ফটো আর্ট’ প্রদর্শিত হচ্ছে, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। এদিনের আলোকচিত্র প্রদর্শনী সভা চলবে ৫ এই জুলাই পর্যন্ত।

এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে মোট ৬০টা ছবি। আলোক চিত্রে বিশ্বতোষ বাবুর ৬০ বছরের যাত্রাপথে সবসময়ের সঙ্গি ‘এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফি’, কখনো ডার্ক রুমে পেপার সোলারাইজেশন কখনো ব্রিক সোলারাইজেশন।

বর্তমানে তাঁর কাজের ক্ষেত্র ম্যাথামেটিক্যাল ফটো আর্ট। ২০২০ ‘ফিআপ’ নভেম্বর সংখ্যায় তাঁর এই কাজের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে। কলকাতা চিত্র প্রেমিদের কাছে এই প্রর্দশনী এক পরম প্রাপ্তি।



























