০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
২১ জুলাইয়ের মঞ্চে বিজেপি বিরোধী দলের প্রতিনিধিদের আমন্ত্রণের ভাবনা তৃণমুলের

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম প্রতিবেদক: করোনা ভাইরাসের কারণে গত দুবছর ধর্মতলায় ২১ জুলাই-এর শহিদ স্মরণে সমাবেশ অনুষ্ঠিত করা যায়নি। দুবছর পরে ভার্চুয়াল নয়, এবছর সরাসরি ময়দানে নেমে সমাবেশ পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।
আর সেই সমাবেশ কার্যত তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ হয়ে উঠতে চলেছে।
সূত্রের খবর, এই ২১ জুলাই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেশজুড়ে বিজেপি বিরোধী শক্তি হিসাবেও জোটবদ্ধ ছবি তুলে ধরতে পারে তৃণমূল কংগ্রেস। তাই বিজেপি বিরোধী অন্য দলের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হতে পারে এই সমাবেশে। বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে তৃণমূল সূত্রে খবর।