০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দাসপুরে রথের মেলায় গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণ, জখম ৮

পুবের কলম ওয়েবডেস্ক, দাসপুর: রথের মেলাতে গ্য়াস বেলুন বিক্রির জন্য বেলুন ফোলানোর সময় হটাত বিস্ফোরন ৷ অনেক দুরে ছিটকে পড়ল ক্রেতা বিক্রেতা সকলেই ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার তিয়রবেড়িয়ায়। শনিবার রাত ১০ টা নাগাদ ফিরতি রথের মেলায় অন্যান্য পসরার সাথে বসেছিল গ্যাস বেলুন। জানা যাচ্ছে সেই বেলুনই ফোলাতে গিয়ে কোনোভাবে গ্যাস সিলিন্ডার ফেটে গেলে দোকানদার সহ আরও ৭ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ শিশুও রয়েছে। ঘটনার সাথে সাথে মেলা কমিটির সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় গৌরা এলাকার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানো হয় সকলকে।

মেলায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এক বিকট শব্দ সাথে ধূলো,পিছন ফিরে দেখেছেন বেলুন যিনি ফোলাচ্ছিলেন প্রায় ১০ ফুট ছিটকে পড়েছেন। ঘটনার আতঙ্কে ফিরতি রথের ভরা মেলা কয়েক মিনিটের মধ্যে খালি হয়ে গেছে। উল্লেখ্য করোনার জেরে দীর্ঘ ২ বছর জেলার ঐতিহ্যবাহী এই তিয়রবেড়িয়ায় ৮০ মন পেতলের রথযাত্রা উপলক্ষে জমাটি মেলা বসেছিল এবার। মেলার মধ্যে এমন দুর্ঘটনায় স্বভাবতই আতঙ্ক এখন সারা গ্রামেও।
কয়েকমাস আগে চড়কের মেলা থেকেও পরপর বেশ কয়েকবার দাসপুরে দুর্ঘটনা ঘটেছিল ৷ চড়কের উঁচু কাঠ ভেঙে পড়ে দর্শক সহ ভক্তরা দুবার মারাত্মক ভাবে জখম হয়েছিলেন ৷ এবার একই ভাবে রথের মেলাতেও দুর্ঘটনা দাসপুরে ৷

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাসপুরে রথের মেলায় গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণ, জখম ৮

আপডেট : ১০ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক, দাসপুর: রথের মেলাতে গ্য়াস বেলুন বিক্রির জন্য বেলুন ফোলানোর সময় হটাত বিস্ফোরন ৷ অনেক দুরে ছিটকে পড়ল ক্রেতা বিক্রেতা সকলেই ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার তিয়রবেড়িয়ায়। শনিবার রাত ১০ টা নাগাদ ফিরতি রথের মেলায় অন্যান্য পসরার সাথে বসেছিল গ্যাস বেলুন। জানা যাচ্ছে সেই বেলুনই ফোলাতে গিয়ে কোনোভাবে গ্যাস সিলিন্ডার ফেটে গেলে দোকানদার সহ আরও ৭ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ শিশুও রয়েছে। ঘটনার সাথে সাথে মেলা কমিটির সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় গৌরা এলাকার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানো হয় সকলকে।

মেলায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এক বিকট শব্দ সাথে ধূলো,পিছন ফিরে দেখেছেন বেলুন যিনি ফোলাচ্ছিলেন প্রায় ১০ ফুট ছিটকে পড়েছেন। ঘটনার আতঙ্কে ফিরতি রথের ভরা মেলা কয়েক মিনিটের মধ্যে খালি হয়ে গেছে। উল্লেখ্য করোনার জেরে দীর্ঘ ২ বছর জেলার ঐতিহ্যবাহী এই তিয়রবেড়িয়ায় ৮০ মন পেতলের রথযাত্রা উপলক্ষে জমাটি মেলা বসেছিল এবার। মেলার মধ্যে এমন দুর্ঘটনায় স্বভাবতই আতঙ্ক এখন সারা গ্রামেও।
কয়েকমাস আগে চড়কের মেলা থেকেও পরপর বেশ কয়েকবার দাসপুরে দুর্ঘটনা ঘটেছিল ৷ চড়কের উঁচু কাঠ ভেঙে পড়ে দর্শক সহ ভক্তরা দুবার মারাত্মক ভাবে জখম হয়েছিলেন ৷ এবার একই ভাবে রথের মেলাতেও দুর্ঘটনা দাসপুরে ৷