০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, ২৪ ঘণ্টায় মৃত ৯, জারি সতর্কতা

পুবের কলম ওয়েবডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত কারণে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃষ্টি ও বন্যার কারণে এক মাসে মোট ৭৬ জনের মৃত্যু হল মহারাষ্ট্রে। মুম্বইয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা । ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

উল্লেখ্য, টানা বৃষ্টিতে গত এক সপ্তাহ ধরে জলের তলায় মহারাষ্ট্রের একাধিক জেলা। বাণিজ্যনগরী মুম্বইয়ের একাংশ জলমগ্ন হয়ে যায়। প্রবল বৃষ্টির ফলে মানুষ সমান জল দাঁড়িয়ে যায় অন্ধেরির ভূগর্ভস্থ পথে। ব্যাহত হয় যান চলাচল।
রবিবার বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এখনও অবধি ৮৩৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৫ হাজার মানুষকে। ৩৫টি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। ১২৫টি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে।
মুম্বইয়ের হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল, রবিবার আরও বৃষ্টির কথা তারা জানাল। সতর্কতা জারি করা হয়েছে মুম্বই এবং ঠাণের মতো শহরে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গড়চিরৌলি জেলা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, ২৪ ঘণ্টায় মৃত ৯, জারি সতর্কতা

আপডেট : ১০ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত কারণে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃষ্টি ও বন্যার কারণে এক মাসে মোট ৭৬ জনের মৃত্যু হল মহারাষ্ট্রে। মুম্বইয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা । ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

উল্লেখ্য, টানা বৃষ্টিতে গত এক সপ্তাহ ধরে জলের তলায় মহারাষ্ট্রের একাধিক জেলা। বাণিজ্যনগরী মুম্বইয়ের একাংশ জলমগ্ন হয়ে যায়। প্রবল বৃষ্টির ফলে মানুষ সমান জল দাঁড়িয়ে যায় অন্ধেরির ভূগর্ভস্থ পথে। ব্যাহত হয় যান চলাচল।
রবিবার বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এখনও অবধি ৮৩৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৫ হাজার মানুষকে। ৩৫টি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। ১২৫টি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে।
মুম্বইয়ের হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল, রবিবার আরও বৃষ্টির কথা তারা জানাল। সতর্কতা জারি করা হয়েছে মুম্বই এবং ঠাণের মতো শহরে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গড়চিরৌলি জেলা।