০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দু’দিন বন্ধ থাকার পর ফের শুরু অমরনাথ যাত্রা

পুবের কলম ওয়েবডেস্কঃ দুদিন স্থগিত থাকার পর ফের শুরু হল অমরনাথ যাত্রা৷ সোমবার সকালে পহলগাম বেস ক্যাম্প থেকে প্রায় চার হাজারের বেশি তীর্থযাত্রীর একটি দল অমরনাথ যাত্রা করার অনুমতি দেওয়া হয় বলে জানা গিয়েছেদুই বছর স্থগিত থাকার পর গত ৩০ জুন থেকে শুরু হয়েছিল অমরনাথ যাত্রাশুক্রবারের মেঘ ভাঙা বৃষ্টির জেরে প্রায় ১৬ জনের মৃত্যুর পর দুদিন অমরনাথ যাত্রা স্থগিত রাখে প্রশাসন৷ সোমবার ফের যাত্রা শুরুর অনুমতি মিললে তীর্থযাত্রীদেরঅমরনাথ দর্শন সেরে তাঁরা ফিরবেন বালতাল হয়ে৷ অমরনাথ যাওয়ার দুটো রুট আছে৷ একটি পহেলগাও, আর একটি বালতাল৷ বহু তীর্থযাত্রী সাধারণত পহেলগাওপঞ্চতরণী হয়ে অমরনাথ যেতে পছন্দ করেন৷ নামার সময় বালতাল হয়ে ফেরেন৷ আবার কেউ কেউ আছেন যাঁরা সোনমার্গবালতাল হয়ে অমরনাথ যেতে চান৷ এতে সময় কম লাগে৷ কিন্তু পহেলগাওএর চেয়ে এই রুটটিতে ঝক্কি বেশি৷ তবে আজকের জন্য বালতাল রুটটি দশর্নের জন্য বন্ধ রাখা হয়েছে৷ কেবল পঞ্চতরণী হয়ে যেতে পারবেন তীর্থযাত্রীরা৷ তবে ফেরার সময় বালতাল হয়ে ফিরবেন৷ প্রশাসন জানিয়েছে, সোমবার দুপুর ১২টার মধ্যে চন্দনওয়াড়ি পার করে গিয়েছেন সাত হাজার তীর্থযাত্রী৷

করোনার জন্য দুবছর বন্ধ থাকার পর এবছর অমরনাথ যাত্রার অনুমতি দেয় প্রশাসন৷ ৩০ জুন থেকে শুরু হয় ৪৩ দিনের অমরনাথ যাত্রা৷ মাঝে প্রাকৃতিক দুর্যোগ তারপর উদ্ধারকার্যের জন্য ৪৮ ঘণ্টার বেশি সময় বন্ধ রাখা হয় তীর্থযাত্রা৷ তবে প্রাকৃতিক দুর্যোগ তীর্থযাত্রীদের মনোবলে চিড় ধরাতে পারেনি৷ বেসক্যাম্পে যাত্রা শুরুর অপেক্ষায় ছিলেন তাঁরা৷ অবশেষে যাত্রা শুরুর অনুমতি মিলতেই অমরনাথের উদ্দেশে রওনা দেন তীর্থযাত্রীরা৷ সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ পহেলগাও বেসক্যাম্প থেকে পাড়ি দেন তাঁরা৷

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দু’দিন বন্ধ থাকার পর ফের শুরু অমরনাথ যাত্রা

আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দুদিন স্থগিত থাকার পর ফের শুরু হল অমরনাথ যাত্রা৷ সোমবার সকালে পহলগাম বেস ক্যাম্প থেকে প্রায় চার হাজারের বেশি তীর্থযাত্রীর একটি দল অমরনাথ যাত্রা করার অনুমতি দেওয়া হয় বলে জানা গিয়েছেদুই বছর স্থগিত থাকার পর গত ৩০ জুন থেকে শুরু হয়েছিল অমরনাথ যাত্রাশুক্রবারের মেঘ ভাঙা বৃষ্টির জেরে প্রায় ১৬ জনের মৃত্যুর পর দুদিন অমরনাথ যাত্রা স্থগিত রাখে প্রশাসন৷ সোমবার ফের যাত্রা শুরুর অনুমতি মিললে তীর্থযাত্রীদেরঅমরনাথ দর্শন সেরে তাঁরা ফিরবেন বালতাল হয়ে৷ অমরনাথ যাওয়ার দুটো রুট আছে৷ একটি পহেলগাও, আর একটি বালতাল৷ বহু তীর্থযাত্রী সাধারণত পহেলগাওপঞ্চতরণী হয়ে অমরনাথ যেতে পছন্দ করেন৷ নামার সময় বালতাল হয়ে ফেরেন৷ আবার কেউ কেউ আছেন যাঁরা সোনমার্গবালতাল হয়ে অমরনাথ যেতে চান৷ এতে সময় কম লাগে৷ কিন্তু পহেলগাওএর চেয়ে এই রুটটিতে ঝক্কি বেশি৷ তবে আজকের জন্য বালতাল রুটটি দশর্নের জন্য বন্ধ রাখা হয়েছে৷ কেবল পঞ্চতরণী হয়ে যেতে পারবেন তীর্থযাত্রীরা৷ তবে ফেরার সময় বালতাল হয়ে ফিরবেন৷ প্রশাসন জানিয়েছে, সোমবার দুপুর ১২টার মধ্যে চন্দনওয়াড়ি পার করে গিয়েছেন সাত হাজার তীর্থযাত্রী৷

করোনার জন্য দুবছর বন্ধ থাকার পর এবছর অমরনাথ যাত্রার অনুমতি দেয় প্রশাসন৷ ৩০ জুন থেকে শুরু হয় ৪৩ দিনের অমরনাথ যাত্রা৷ মাঝে প্রাকৃতিক দুর্যোগ তারপর উদ্ধারকার্যের জন্য ৪৮ ঘণ্টার বেশি সময় বন্ধ রাখা হয় তীর্থযাত্রা৷ তবে প্রাকৃতিক দুর্যোগ তীর্থযাত্রীদের মনোবলে চিড় ধরাতে পারেনি৷ বেসক্যাম্পে যাত্রা শুরুর অপেক্ষায় ছিলেন তাঁরা৷ অবশেষে যাত্রা শুরুর অনুমতি মিলতেই অমরনাথের উদ্দেশে রওনা দেন তীর্থযাত্রীরা৷ সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ পহেলগাও বেসক্যাম্প থেকে পাড়ি দেন তাঁরা৷