২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আজ গুরু পূর্ণিমা, সকাল থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে

 

 

আরও পড়ুন: বসন্তের রঙে রাঙা বেলুড়: শহরেই পলাশের স্বপ্নরাজ্য

আইভি আদক, হাওড়াঃ আজ গুরু পূর্ণিমা প্রতি বছরের মতো এবারেও দীক্ষাগুরু মহারাজদের প্রণাম করার জন্য ভক্তদের ঢল নেমেছে বেলুড় মঠে। এই বিশেষ দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে এবং মহারাজের আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। এমনিতেই সারা বছরই নিয়ম মতো ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ দিনে তাঁরা স্বশরীরে বেলুড় মঠে এসে দীক্ষা গুরুকে প্রণাম করেন। পূজা করেন। এবং দীক্ষাগুরুর আশীর্বাদ নেন।

আরও পড়ুন: প্রয়াত স্বামী স্মরণানন্দ: শেষ শ্রদ্ধা জানাতে বেলুড়ে অগণিত ভক্ত

আজ গুরু পূর্ণিমা, সকাল থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে

আরও পড়ুন: গুরু পূর্ণিমায় ভোর থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে

এই উপলক্ষে বেলুড় মঠে বিশেষ আয়োজন করা হয়। এমনিতেই সকাল সাড়ে ৬টায় বেলুড় মঠ খোলা হয়। আজ একই নিয়মে মঠ খোলা হয়েছে।

তবে, বেলা সাড়ে ১০টা নাগাদ মহারাজেরা ভক্তদের প্রণাম নেবেন ও আশীর্বাদ দেবেন। মাঝের দু’বছর কোভিডের কারণে বেলুড় মঠের গুরু প্রণাম বন্ধ ছিল। এবছর ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন রয়েছে বেলুড় মঠের গেটে। সাদা পদ্ম নিয়ে ভক্তরা এসেছেন গুরু দর্শন, প্রণাম ও আশীর্বাদ গ্রহণের জন্য।

আজ গুরু পূর্ণিমা, সকাল থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে

প্রণাম শেষে তাঁরা বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করবেন। সেইমতো মঠের প্রেসিডেন্ট মহারাজ এবং অন্যরাও প্রনাম গ্রহণ করবেন। ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করেই মঠে এসেছেন ভক্তরা।

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাম শাসিত কেরলে বাদ গেল ২৪ লক্ষ নাম, ১৪ লক্ষ ভোটারই অনুপস্থিত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ গুরু পূর্ণিমা, সকাল থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে

আপডেট : ১৩ জুলাই ২০২২, বুধবার

 

 

আরও পড়ুন: বসন্তের রঙে রাঙা বেলুড়: শহরেই পলাশের স্বপ্নরাজ্য

আইভি আদক, হাওড়াঃ আজ গুরু পূর্ণিমা প্রতি বছরের মতো এবারেও দীক্ষাগুরু মহারাজদের প্রণাম করার জন্য ভক্তদের ঢল নেমেছে বেলুড় মঠে। এই বিশেষ দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে এবং মহারাজের আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। এমনিতেই সারা বছরই নিয়ম মতো ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ দিনে তাঁরা স্বশরীরে বেলুড় মঠে এসে দীক্ষা গুরুকে প্রণাম করেন। পূজা করেন। এবং দীক্ষাগুরুর আশীর্বাদ নেন।

আরও পড়ুন: প্রয়াত স্বামী স্মরণানন্দ: শেষ শ্রদ্ধা জানাতে বেলুড়ে অগণিত ভক্ত

আজ গুরু পূর্ণিমা, সকাল থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে

আরও পড়ুন: গুরু পূর্ণিমায় ভোর থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে

এই উপলক্ষে বেলুড় মঠে বিশেষ আয়োজন করা হয়। এমনিতেই সকাল সাড়ে ৬টায় বেলুড় মঠ খোলা হয়। আজ একই নিয়মে মঠ খোলা হয়েছে।

তবে, বেলা সাড়ে ১০টা নাগাদ মহারাজেরা ভক্তদের প্রণাম নেবেন ও আশীর্বাদ দেবেন। মাঝের দু’বছর কোভিডের কারণে বেলুড় মঠের গুরু প্রণাম বন্ধ ছিল। এবছর ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন রয়েছে বেলুড় মঠের গেটে। সাদা পদ্ম নিয়ে ভক্তরা এসেছেন গুরু দর্শন, প্রণাম ও আশীর্বাদ গ্রহণের জন্য।

আজ গুরু পূর্ণিমা, সকাল থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে

প্রণাম শেষে তাঁরা বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করবেন। সেইমতো মঠের প্রেসিডেন্ট মহারাজ এবং অন্যরাও প্রনাম গ্রহণ করবেন। ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করেই মঠে এসেছেন ভক্তরা।