১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আরও আধুনিকতম রণতরী তৈরি গার্ডেনরিচশিপ বিল্ডার্স-এ, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ জুলাই ২০২২, শুক্রবার
  • / 56

পুবের কলম প্রতিবেদকঃ প্রতিরক্ষায় আরও একধাপ এগোল দেশের নৌবাহিনী। আর এই সাফল্যের সৌজন্যে শহর কলকাতা। এ শহরের বুকে অবস্থিত গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হল ভারতীয় নৌসেনার আধুনিকতম ছোট রণতরী বা ফ্রিগেট। যার পোশাকি নাম ‘আইএনএস দুনাগিরি’। শুক্রবার নবনির্মিত রণতরীর উদ্বোধন করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দুনাগিরি উদ্বোধনের পর ইতিহাসের পাতায় আবারও নাম লেখাল কলকাতার গার্ডেনরিচের শিপ বিল্ডার্স।

 

আরও পড়ুন: SCO বৈঠকে যোগ দিতে চিনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ

কলকাতার গার্ডেনরীচে তৈরি এই রণতরীর বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে।এই রণতরী সমুদ্রের অন্দরে নিজের প্রয়োজন মতো দ্রুত লুকিয়ে পড়তে পারে। সঙ্গে শত্রুপক্ষের রাডারের নজরদারিকে ফাঁকি দিয়ে পাল্টা দ্রুত হামলাও চালাতে পারে রণতরী। শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাত হেনে সহজেই ধ্বংস করে দিতে পারে শত্রুপক্ষের যুদ্ধ রণতরী ও বন্দর এলাকা। অত্যাধুনিক রাডারেও ফ্রিগেটটির গতিবিধি ধরা পড়ে পড়বে না। আড়ালে থেকেই রণতরীটি শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে। কলকাতার গার্ডেনরিচের এই জাহাজ কারখানায় বহু বছর ধরে বিভিন্ন ধরনের অনেক জাহাজ তৈরি হয়েছে। সেই তালিকায় নবতম সংযোজন এবারের মেঘনাদ বা আইএনএস দুনাগিরি।

আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা শীঘ্রই ভারতে ফিরে আসবেন: রাজনাথ

 

আরও পড়ুন: জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবেই: হুঙ্কার রাজনাথের

প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ সূত্র জানাচ্ছে, ‘আইএনএস দুনাগিরি’ ভারতীয় নৌবাহিনীর আধুনিকতম ‘স্টেলথ’ রণতরী।

রণতরী-টির পোশাকি নাম রাখা হয়েছে ‘আইএনএস দুনাগিরি’। এটি একটি ফ্রিগেট অর্থাৎ ছোট রণতরী। এর ওজন ৬,৬০০ টন। ‘আইএনএস দুনাগিরি’ নামে একটি যুদ্ধজাহাজ ১৯৭৭ থেকে ২০১০ পর্যন্ত ভারতীয় নৌসেনার সার্ভিসে যুক্ত ছিল। ফ্রিগেটটি  নিজের ৩৩ বছরের কর্মজীবন শেষ করার পর অবসর নেয়। পুরাতন ওই রণতরীটি যুদ্ধ পরিস্থিতিতে উপকূল অঞ্চলে সেনা ও সামরিক উপকরণ অবতরণে করতে সক্ষম ছিল। এবার সেই পুরাতন রণতরী-র নামেই নামকরণ করা হল কলকাতার গার্ডেনরিচে তৈরি স্টেলথ ফ্রিগেটটির।

ভারতীয় নৌবাহিনীকে আধুনিক সংস্করণে গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছিল সাবেক ইউপিএ সরকারের শাসনাধীনে। সেই পরিকল্পনারই অংশ হিসেবে পি-১৭এ প্রকল্পে মোট সাতটি শিবালিক গোত্রের ‘স্টেলথ ফ্রিগেট’ নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় দেড় দশক আগে। এই গোত্রের প্রথম ফ্রিগেট ‘আইএনএস শিবালিক’-কে সার্ভিসে যুক্ত করা হয় ২০১০ সালে। এরই নবমতম সংযোজন ‘আইএনএস দুনাগীরি’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরও আধুনিকতম রণতরী তৈরি গার্ডেনরিচশিপ বিল্ডার্স-এ, উদ্বোধন করলেন রাজনাথ সিং

আপডেট : ১৫ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ প্রতিরক্ষায় আরও একধাপ এগোল দেশের নৌবাহিনী। আর এই সাফল্যের সৌজন্যে শহর কলকাতা। এ শহরের বুকে অবস্থিত গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে তৈরি হল ভারতীয় নৌসেনার আধুনিকতম ছোট রণতরী বা ফ্রিগেট। যার পোশাকি নাম ‘আইএনএস দুনাগিরি’। শুক্রবার নবনির্মিত রণতরীর উদ্বোধন করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দুনাগিরি উদ্বোধনের পর ইতিহাসের পাতায় আবারও নাম লেখাল কলকাতার গার্ডেনরিচের শিপ বিল্ডার্স।

 

আরও পড়ুন: SCO বৈঠকে যোগ দিতে চিনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ

কলকাতার গার্ডেনরীচে তৈরি এই রণতরীর বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে।এই রণতরী সমুদ্রের অন্দরে নিজের প্রয়োজন মতো দ্রুত লুকিয়ে পড়তে পারে। সঙ্গে শত্রুপক্ষের রাডারের নজরদারিকে ফাঁকি দিয়ে পাল্টা দ্রুত হামলাও চালাতে পারে রণতরী। শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাত হেনে সহজেই ধ্বংস করে দিতে পারে শত্রুপক্ষের যুদ্ধ রণতরী ও বন্দর এলাকা। অত্যাধুনিক রাডারেও ফ্রিগেটটির গতিবিধি ধরা পড়ে পড়বে না। আড়ালে থেকেই রণতরীটি শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে। কলকাতার গার্ডেনরিচের এই জাহাজ কারখানায় বহু বছর ধরে বিভিন্ন ধরনের অনেক জাহাজ তৈরি হয়েছে। সেই তালিকায় নবতম সংযোজন এবারের মেঘনাদ বা আইএনএস দুনাগিরি।

আরও পড়ুন: পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা শীঘ্রই ভারতে ফিরে আসবেন: রাজনাথ

 

আরও পড়ুন: জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবেই: হুঙ্কার রাজনাথের

প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ সূত্র জানাচ্ছে, ‘আইএনএস দুনাগিরি’ ভারতীয় নৌবাহিনীর আধুনিকতম ‘স্টেলথ’ রণতরী।

রণতরী-টির পোশাকি নাম রাখা হয়েছে ‘আইএনএস দুনাগিরি’। এটি একটি ফ্রিগেট অর্থাৎ ছোট রণতরী। এর ওজন ৬,৬০০ টন। ‘আইএনএস দুনাগিরি’ নামে একটি যুদ্ধজাহাজ ১৯৭৭ থেকে ২০১০ পর্যন্ত ভারতীয় নৌসেনার সার্ভিসে যুক্ত ছিল। ফ্রিগেটটি  নিজের ৩৩ বছরের কর্মজীবন শেষ করার পর অবসর নেয়। পুরাতন ওই রণতরীটি যুদ্ধ পরিস্থিতিতে উপকূল অঞ্চলে সেনা ও সামরিক উপকরণ অবতরণে করতে সক্ষম ছিল। এবার সেই পুরাতন রণতরী-র নামেই নামকরণ করা হল কলকাতার গার্ডেনরিচে তৈরি স্টেলথ ফ্রিগেটটির।

ভারতীয় নৌবাহিনীকে আধুনিক সংস্করণে গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছিল সাবেক ইউপিএ সরকারের শাসনাধীনে। সেই পরিকল্পনারই অংশ হিসেবে পি-১৭এ প্রকল্পে মোট সাতটি শিবালিক গোত্রের ‘স্টেলথ ফ্রিগেট’ নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় দেড় দশক আগে। এই গোত্রের প্রথম ফ্রিগেট ‘আইএনএস শিবালিক’-কে সার্ভিসে যুক্ত করা হয় ২০১০ সালে। এরই নবমতম সংযোজন ‘আইএনএস দুনাগীরি’।