১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকের আয় বৃদ্ধিতে দেশের সেরা বাংলা, তথ্যপ্রকাশ কেন্দ্রের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার
  • / 27

পুবের কলম প্রতিবেদক: শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামোর উন্নতিতে ক্রমশ মন্থরগতি থেকে বেরিয়ে এসে তরতর করে এগোচ্ছে পশ্চিমবাংলা। রাজ্যের নানান সামাজিক প্রকল্প দেশ ও দেশের বাইরে প্রশংসিত হচ্ছে।   রাজ্যের ঝুলিতে বেশ কিছু পুরষ্কারও এসেছে। এবার আরও একটি পালক জুড়ল বাংলার সাফল্যের তালিকায়। তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের কৃষক সমাজ ও কৃষি ব্যবস্থা যে সমৃদ্ধশালী হয়েছে, তা বলছে কেন্দ্রের রিপোর্ট।

শনিবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রক জানিয়েছে, আগের তুলনায় বাংলার কৃষকের আয় বেড়েছে। শুধু তাই নয়, এ ক্ষেত্রে দেশের সেরা পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

এ দিন ছিল জাতীয় কৃষি গবেষণা সংস্থার প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠান ছিল। সেখানেই ভারতীয় কৃষির হাল-হকিকত নিয়ে কেন্দ্রীয় সরকার একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেশের কৃষিক্ষেত্র ও কৃষকদের অবস্থান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। একইসঙ্গে ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষকদের মধ্যে কোন রাজ্যের কৃষকরা কোন অবস্থানে রয়েছে, তার তথ্য পেশ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, দেশের মধ্যে পশ্চিমবঙ্গে কৃষকদের আয় সবচেয়ে বেশি বেড়েছে। এ ক্ষেত্রে পশ্চিমবাংলার সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

 

আরও পড়ুন: অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কৃষকের আয় বৃদ্ধিতে দেশের সেরা বাংলা, তথ্যপ্রকাশ কেন্দ্রের

আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামোর উন্নতিতে ক্রমশ মন্থরগতি থেকে বেরিয়ে এসে তরতর করে এগোচ্ছে পশ্চিমবাংলা। রাজ্যের নানান সামাজিক প্রকল্প দেশ ও দেশের বাইরে প্রশংসিত হচ্ছে।   রাজ্যের ঝুলিতে বেশ কিছু পুরষ্কারও এসেছে। এবার আরও একটি পালক জুড়ল বাংলার সাফল্যের তালিকায়। তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের কৃষক সমাজ ও কৃষি ব্যবস্থা যে সমৃদ্ধশালী হয়েছে, তা বলছে কেন্দ্রের রিপোর্ট।

শনিবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রক জানিয়েছে, আগের তুলনায় বাংলার কৃষকের আয় বেড়েছে। শুধু তাই নয়, এ ক্ষেত্রে দেশের সেরা পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

এ দিন ছিল জাতীয় কৃষি গবেষণা সংস্থার প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠান ছিল। সেখানেই ভারতীয় কৃষির হাল-হকিকত নিয়ে কেন্দ্রীয় সরকার একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেশের কৃষিক্ষেত্র ও কৃষকদের অবস্থান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। একইসঙ্গে ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষকদের মধ্যে কোন রাজ্যের কৃষকরা কোন অবস্থানে রয়েছে, তার তথ্য পেশ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, দেশের মধ্যে পশ্চিমবঙ্গে কৃষকদের আয় সবচেয়ে বেশি বেড়েছে। এ ক্ষেত্রে পশ্চিমবাংলার সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

 

আরও পড়ুন: অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা