০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উপ রাষ্ট্রপতি নির্বাচনে কাউকে সমর্থন নয়, ভোটদানে বিরত থাকবে তৃণমূল: অভিষেক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 117

পুবের কলম, ওয়েবডেস্ক:  উপ রাষ্ট্রপতি নির্বাচনে কাউকে সমর্থন নয়, ভোটদানে বিরত থাকবে তৃণমূল,  বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  এদিন ২১ শে জুলাই থেকে সমাবেশের পর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক হয়। বিকেল সাড়ে চারটের মধ্যেই দলের নেতারা এই বৈঠকে যোগ দেন।

এদিন অভিষেক এই সাংবাদিক বৈঠক থেকে বলেন, আজ এখানে ৩৩ জন সাংসদ উপস্থিত আছেন। দুজন সাংসদ আসতে পারেননি। এদের মধ্যে চৌধুরী মোহন জাটুয়া শরীর খারাপের জন্য আসতে পারেননি। আর সুব্রত বক্সী ২১শে জুলাইয়ের মঞ্চে সমস্ত দিক দেখভালের দায়িত্বে ছিলেন।  তাই তার পক্ষে আসা সম্ভব হয়নি। আর সুখেন্দু শেখর রায়, রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহার কাউন্টিং এজেন্ট তাই তার পক্ষে আসা সম্ভব হয়নি।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

অভিষেক এদিনের বৈঠক থেকে স্পষ্টভাবে জানিয়ে দেন, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে বেছে নিয়েছে জগদীপ ধনকরকে। তবে ধনকরকে বাংলাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলতে দেখেছি। একটা রাজনৈতিক দলের কথামতো চলা। প্রতি পদে পদে বাংলা আক্রমণ।  তাই তৃণমূল ধনকরকে সাপোর্ট করবে না।

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলপ্রকাশ রাত ৮ টায়

বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভা। উপ রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মার্গারেটকে সমর্থন করবে না তৃণমূল। আজ উপরাষ্ট্রপতি প্রার্থী নিয়ে বিস্তর আলোচনা হয়। তার প্রায় সকলেই একই মত পোষণ করেছেন।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

অভিষেক আরও বলেন, বিরোধীরা কোনও আলোচনা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে প্রার্থী নির্বাচন করা হয়েছে। তাই মার্গারেট আলভাকে সমর্থন করবে না তৃণমূল। উপ রাষ্ট্রপরি নির্বাচনে বিরত থাকবে তৃণমূল।

অভিষেক আরও বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। বিজেপি বিরোধী শক্তিকে স্বাগত জানাচ্ছি। এর মানে এই নয় যে বিরোধী  ঐক্য শক্তি বলে কিছু থাকবে না। বিরোধী শিবিরের প্রার্থীকে ভোট না দিলেই ঐক্যে ফাটল নয়।

মমতার সঙ্গে না আলোচনা করেই বিরোধী শিবির প্রার্থী ঠিক করেছে। তাই উপ রাষ্ট্রপতি নির্বাচনে কাউকে সমর্থন করবে না তৃণমুল। সেই সঙ্গে ভোটদানে বিরত থাকবে  তৃণমূল।  তৃণমূলের প্রায় ৮৫ শতাংশ সাংসদ সহমত পোষণ করেছেন।

মার্গারেট আলভার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব ভালো বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উপ রাষ্ট্রপতি নির্বাচনে কাউকে সমর্থন নয়, ভোটদানে বিরত থাকবে তৃণমূল: অভিষেক

আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  উপ রাষ্ট্রপতি নির্বাচনে কাউকে সমর্থন নয়, ভোটদানে বিরত থাকবে তৃণমূল,  বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  এদিন ২১ শে জুলাই থেকে সমাবেশের পর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক হয়। বিকেল সাড়ে চারটের মধ্যেই দলের নেতারা এই বৈঠকে যোগ দেন।

এদিন অভিষেক এই সাংবাদিক বৈঠক থেকে বলেন, আজ এখানে ৩৩ জন সাংসদ উপস্থিত আছেন। দুজন সাংসদ আসতে পারেননি। এদের মধ্যে চৌধুরী মোহন জাটুয়া শরীর খারাপের জন্য আসতে পারেননি। আর সুব্রত বক্সী ২১শে জুলাইয়ের মঞ্চে সমস্ত দিক দেখভালের দায়িত্বে ছিলেন।  তাই তার পক্ষে আসা সম্ভব হয়নি। আর সুখেন্দু শেখর রায়, রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহার কাউন্টিং এজেন্ট তাই তার পক্ষে আসা সম্ভব হয়নি।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

অভিষেক এদিনের বৈঠক থেকে স্পষ্টভাবে জানিয়ে দেন, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে বেছে নিয়েছে জগদীপ ধনকরকে। তবে ধনকরকে বাংলাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলতে দেখেছি। একটা রাজনৈতিক দলের কথামতো চলা। প্রতি পদে পদে বাংলা আক্রমণ।  তাই তৃণমূল ধনকরকে সাপোর্ট করবে না।

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলপ্রকাশ রাত ৮ টায়

বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভা। উপ রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মার্গারেটকে সমর্থন করবে না তৃণমূল। আজ উপরাষ্ট্রপতি প্রার্থী নিয়ে বিস্তর আলোচনা হয়। তার প্রায় সকলেই একই মত পোষণ করেছেন।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

অভিষেক আরও বলেন, বিরোধীরা কোনও আলোচনা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে প্রার্থী নির্বাচন করা হয়েছে। তাই মার্গারেট আলভাকে সমর্থন করবে না তৃণমূল। উপ রাষ্ট্রপরি নির্বাচনে বিরত থাকবে তৃণমূল।

অভিষেক আরও বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। বিজেপি বিরোধী শক্তিকে স্বাগত জানাচ্ছি। এর মানে এই নয় যে বিরোধী  ঐক্য শক্তি বলে কিছু থাকবে না। বিরোধী শিবিরের প্রার্থীকে ভোট না দিলেই ঐক্যে ফাটল নয়।

মমতার সঙ্গে না আলোচনা করেই বিরোধী শিবির প্রার্থী ঠিক করেছে। তাই উপ রাষ্ট্রপতি নির্বাচনে কাউকে সমর্থন করবে না তৃণমুল। সেই সঙ্গে ভোটদানে বিরত থাকবে  তৃণমূল।  তৃণমূলের প্রায় ৮৫ শতাংশ সাংসদ সহমত পোষণ করেছেন।

মার্গারেট আলভার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব ভালো বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।