০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুলতান আলম শেখ লিডস ইউনির্ভাসিটি থেকে বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেছে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জুলাই ২০২২, শুক্রবার
  • / 27

বাবা এস এস আলম ও মা মানুয়ারা বেগমের সঙ্গে সুলতান আলম।

পুবের কলম প্রতিবেদক: ইউনির্ভাসিটি অফ লিডস ইংল্যান্ডের একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়। এখানে থেকে প্রথম বিভাগে ব্যাচেলার অফ আর্টসে বিজনেস ম্যানেজমেন্ট পাশ করেছে সুলতান আলম শেখ। সম্প্রতি সে ব্যাচেলার অফ আর্টসে বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রির সার্টিফিকেট অর্জন করেছে।

আনন্দের বিষয় হচ্ছে, শেখ সুলতান আলম বাংলার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোপালপুর গ্রামের ছেলে। যদিও তার পড়াশোনা ও বেড়ে ওঠার বেশির ভাগই সম্পন্ন হয়েছে চেন্নাই শহরে।

তার পিতা এস এস আলম চেন্নাই প্রবাসী বিশিষ্ট এক স্বর্ণালঙ্কার ব্যবসায়ী। তিনি একজন সমাজসেবী হিসেবেও পশ্চিমবাংলা ও ভারতের অন্যান্য স্থানে স্বীকৃতি পেয়েছেন। সুলতান আলম শেখের মা হচ্ছেন মানুয়ারা বেগম। বাবা ও মায়ের স্নেহে ও তত্ত্বাবধানে পুত্র সুলতান আলম শেখ-এর তরবিয়ত ও পড়াশোনা।

পিতার মতো সুলতান আলম শেখও সমাজসেবায় খুবই আগ্রহী। তারা দু’জনেই তাদের শিকড় দাসপুরকে ভুলে যায়নি। ২০২০ সালে সুলতান আলম বিশেষ চাহিদা সম্পন্ন এবং মানসিক দিক থেকে প্রতিবন্ধীদের জন্য একটি ক্যাম্প সংগঠনে অংশ নেয় এবং এই ব্যক্তিদের ব্যাটারি চালিত রিকসা ও হুইল চেয়ার থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়।

সুলতান আলম বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও বড় ভূমিকা পালন করে চলেছে। সে ২০২১ সালে দাসপুরে প্রায় ১২ হাজার ব্যক্তিকে কোভিড ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও একটি ক্যাম্প সংগঠনে ভূমিকা নেয়।

তার পিতা এস এস আলম পুবের কলমকে জানান,   সুলতান আলমের পরবর্তী শিক্ষা কার্যক্রম হচ্ছে সে মার্কিন যুক্তরাষ্ট্রের হাভার্ড কিংবা স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ   কিংবা মাস্টার্স অফ বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি গ্রহণ করার পরিকল্পনা করেছেন।

জনাব এস এস আলম এবং মা মানুয়ারা বেগম পুবের কলম-এর মাধ্যমে তাঁদের পুত্র সুলতান আলমের সাফল্যের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুলতান আলম শেখ লিডস ইউনির্ভাসিটি থেকে বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেছে

আপডেট : ২২ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: ইউনির্ভাসিটি অফ লিডস ইংল্যান্ডের একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়। এখানে থেকে প্রথম বিভাগে ব্যাচেলার অফ আর্টসে বিজনেস ম্যানেজমেন্ট পাশ করেছে সুলতান আলম শেখ। সম্প্রতি সে ব্যাচেলার অফ আর্টসে বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রির সার্টিফিকেট অর্জন করেছে।

আনন্দের বিষয় হচ্ছে, শেখ সুলতান আলম বাংলার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গোপালপুর গ্রামের ছেলে। যদিও তার পড়াশোনা ও বেড়ে ওঠার বেশির ভাগই সম্পন্ন হয়েছে চেন্নাই শহরে।

তার পিতা এস এস আলম চেন্নাই প্রবাসী বিশিষ্ট এক স্বর্ণালঙ্কার ব্যবসায়ী। তিনি একজন সমাজসেবী হিসেবেও পশ্চিমবাংলা ও ভারতের অন্যান্য স্থানে স্বীকৃতি পেয়েছেন। সুলতান আলম শেখের মা হচ্ছেন মানুয়ারা বেগম। বাবা ও মায়ের স্নেহে ও তত্ত্বাবধানে পুত্র সুলতান আলম শেখ-এর তরবিয়ত ও পড়াশোনা।

পিতার মতো সুলতান আলম শেখও সমাজসেবায় খুবই আগ্রহী। তারা দু’জনেই তাদের শিকড় দাসপুরকে ভুলে যায়নি। ২০২০ সালে সুলতান আলম বিশেষ চাহিদা সম্পন্ন এবং মানসিক দিক থেকে প্রতিবন্ধীদের জন্য একটি ক্যাম্প সংগঠনে অংশ নেয় এবং এই ব্যক্তিদের ব্যাটারি চালিত রিকসা ও হুইল চেয়ার থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়।

সুলতান আলম বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও বড় ভূমিকা পালন করে চলেছে। সে ২০২১ সালে দাসপুরে প্রায় ১২ হাজার ব্যক্তিকে কোভিড ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও একটি ক্যাম্প সংগঠনে ভূমিকা নেয়।

তার পিতা এস এস আলম পুবের কলমকে জানান,   সুলতান আলমের পরবর্তী শিক্ষা কার্যক্রম হচ্ছে সে মার্কিন যুক্তরাষ্ট্রের হাভার্ড কিংবা স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ   কিংবা মাস্টার্স অফ বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি গ্রহণ করার পরিকল্পনা করেছেন।

জনাব এস এস আলম এবং মা মানুয়ারা বেগম পুবের কলম-এর মাধ্যমে তাঁদের পুত্র সুলতান আলমের সাফল্যের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।