০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গিল-চাহালে ভর করে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ভারত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্কঃ পোর্ট অব স্পেন, ২৮ জুলাইn ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারতীয় দল। বুধবার পোর্ট অব স্পেনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ক্যারিবিয়ানদের ১১৯ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। একইসঙ্গে ভারত অধিনায়ক শিখর ধাওয়ানের মুকুটে যুক্ত হল নতুন পালক। ধাওয়ানই প্রথম ভারত অধিনায়ক, যাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।

 

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয়বার যখন বৃষ্টি নামে, তখন ভারতের স্কোর ছিল ৩৬ ওভারে তিন উইকেটে ২২৫ রান। সময়সীমা পেরিয়ে যাওয়ায় সেখানেই শেষ হয় ভারতের ইনিংস। ডাকওয়ার্থ লুইস নিয়মে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ২৫৭। চাহাল, সিরাজদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ ১৩৭ রানে গুটিয়ে যায়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

বৃষ্টির জন্য প্রায় নিশ্চিত শতরান হাতছাড়া হয় শুভমান গিলের। তিনি ৯৮ রান করে অপরাজিত থাকেন। গিলের ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছয়। ওপেনিংয়ে তাঁর সঙ্গী অধিনায়ক শিখর ধাওয়ান সাতটি চারের সাহায্যে ৫৮ রান করেন ধাওয়ান। তিনি আউট হওয়ার পরে ক্রিজে এসে ৩৪ বলে দ্রুত ৪৪ রান করেন শ্রেয়স আইয়ার। সূর্যকুমার যাদব (৮) ব্যর্থ হন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

৩৬ ওভারে তিন উইকেটে ২২৫ রান তোলার পরে দ্বিতীয়বার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ক্যারিবিয়ানদের পক্ষে ৫৭ রানের বিনিময়ে দুটি উইকেট দখল করেন হেডেন ওয়ালশ।

জয়ের জন্য ৩৫ ওভারে ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ডে শুরুতেই ঝটকা দেন মুহাম্মদ সিরাজ। স্কোরবোর্ডে কোনও রান ওঠার আগেই কাইলি মেয়ার্স এবং ব্রুকসকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। ক্যারিবিয়ানদের পক্ষে কিছুটা লড়াই করেন ব্র্যান্ডন কিং এবং অধিনায়ক নিকোলাস পুরান। ব্র্যান্ডন ৪২ রান করে ফিরে যান। পুরানেরও সংগ্রহ ৪২। ইউজবেন্দ্র চাহালের স্পিনের কোনও হদিশ পায়নি ক্যারিবিয়ন ব্যাটাররা। চাহাল চার ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন। সিরাজ তিন ওভারে দুটি উইকেট পেয়েছেন। শার্দূল ঠাকুরও পেয়েছেন ২ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ ২৬ ওভারে ১৩৭ রানেই গুটিয়ে যায়। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন শুভমান গিল।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গিল-চাহালে ভর করে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল ভারত

আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ পোর্ট অব স্পেন, ২৮ জুলাইn ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারতীয় দল। বুধবার পোর্ট অব স্পেনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ক্যারিবিয়ানদের ১১৯ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। একইসঙ্গে ভারত অধিনায়ক শিখর ধাওয়ানের মুকুটে যুক্ত হল নতুন পালক। ধাওয়ানই প্রথম ভারত অধিনায়ক, যাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।

 

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয়বার যখন বৃষ্টি নামে, তখন ভারতের স্কোর ছিল ৩৬ ওভারে তিন উইকেটে ২২৫ রান। সময়সীমা পেরিয়ে যাওয়ায় সেখানেই শেষ হয় ভারতের ইনিংস। ডাকওয়ার্থ লুইস নিয়মে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ২৫৭। চাহাল, সিরাজদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ ১৩৭ রানে গুটিয়ে যায়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

বৃষ্টির জন্য প্রায় নিশ্চিত শতরান হাতছাড়া হয় শুভমান গিলের। তিনি ৯৮ রান করে অপরাজিত থাকেন। গিলের ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছয়। ওপেনিংয়ে তাঁর সঙ্গী অধিনায়ক শিখর ধাওয়ান সাতটি চারের সাহায্যে ৫৮ রান করেন ধাওয়ান। তিনি আউট হওয়ার পরে ক্রিজে এসে ৩৪ বলে দ্রুত ৪৪ রান করেন শ্রেয়স আইয়ার। সূর্যকুমার যাদব (৮) ব্যর্থ হন।

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

৩৬ ওভারে তিন উইকেটে ২২৫ রান তোলার পরে দ্বিতীয়বার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ক্যারিবিয়ানদের পক্ষে ৫৭ রানের বিনিময়ে দুটি উইকেট দখল করেন হেডেন ওয়ালশ।

জয়ের জন্য ৩৫ ওভারে ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ডে শুরুতেই ঝটকা দেন মুহাম্মদ সিরাজ। স্কোরবোর্ডে কোনও রান ওঠার আগেই কাইলি মেয়ার্স এবং ব্রুকসকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। ক্যারিবিয়ানদের পক্ষে কিছুটা লড়াই করেন ব্র্যান্ডন কিং এবং অধিনায়ক নিকোলাস পুরান। ব্র্যান্ডন ৪২ রান করে ফিরে যান। পুরানেরও সংগ্রহ ৪২। ইউজবেন্দ্র চাহালের স্পিনের কোনও হদিশ পায়নি ক্যারিবিয়ন ব্যাটাররা। চাহাল চার ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন। সিরাজ তিন ওভারে দুটি উইকেট পেয়েছেন। শার্দূল ঠাকুরও পেয়েছেন ২ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ ২৬ ওভারে ১৩৭ রানেই গুটিয়ে যায়। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন শুভমান গিল।