০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ছত্তিশগড়ের ৫ জেলায় লাল ও ১২ জেলায় হলুদ সতর্কতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার
  • / 16

পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী কয়েকদিন দেশের কয়েকটি রাজ্যতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম বিভাগ। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র। মৌসম ভবনের পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রতে ভারী থেকে অতিভারী ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ছত্তিশগড়ের ৫ জেলায় লাল ও ১২ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ২৯ জুলাই থেকে ৭ অগাস্ট পশ্চিমবঙ্গ,  সিকিম, অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাসল্যান্ড,  মণিপুর,  ত্রিপুরাতে ভারী বৃষ্টি থেকে হালকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। ২৯ জুলাই অসমে ও মেঘালয়ে ২৯ থেকে ৩১ জুলাইয়ে অরুণাচলপ্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিল্লি, দিল্লি,  এনসিআর, গ্রেটার নয়ডা,  গুরগাঁওতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে।  উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে৷ উত্তরাখণ্ডে আগামী ২  দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ উত্তরকাশী, বাগেশ্বর, নৈনিতাল দেরাদুন, চমোলি,  রুদ্রপ্রয়াগে মাঝারি থেকে ভারীর পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমাচলপ্রদেশ, সিমলা, বিলাসপুর, সিরমোর, কোলন, কাংড়া, মণ্ডি, কুল্লু, চম্বার বিস্তীর্ণ এলাকা ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে। লাহোল, স্পীতি ও কিন্নরের বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২দিন মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ছত্তিশগড়ের ৫ জেলায় লাল ও ১২ জেলায় হলুদ সতর্কতা

আপডেট : ২৯ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী কয়েকদিন দেশের কয়েকটি রাজ্যতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম বিভাগ। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র। মৌসম ভবনের পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রতে ভারী থেকে অতিভারী ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ছত্তিশগড়ের ৫ জেলায় লাল ও ১২ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ২৯ জুলাই থেকে ৭ অগাস্ট পশ্চিমবঙ্গ,  সিকিম, অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাসল্যান্ড,  মণিপুর,  ত্রিপুরাতে ভারী বৃষ্টি থেকে হালকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। ২৯ জুলাই অসমে ও মেঘালয়ে ২৯ থেকে ৩১ জুলাইয়ে অরুণাচলপ্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিল্লি, দিল্লি,  এনসিআর, গ্রেটার নয়ডা,  গুরগাঁওতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে।  উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে৷ উত্তরাখণ্ডে আগামী ২  দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ উত্তরকাশী, বাগেশ্বর, নৈনিতাল দেরাদুন, চমোলি,  রুদ্রপ্রয়াগে মাঝারি থেকে ভারীর পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমাচলপ্রদেশ, সিমলা, বিলাসপুর, সিরমোর, কোলন, কাংড়া, মণ্ডি, কুল্লু, চম্বার বিস্তীর্ণ এলাকা ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে। লাহোল, স্পীতি ও কিন্নরের বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২দিন মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।