০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুস্থ হলেন ভারতের প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার
  • / 29

পুবের কলম, ওয়েবডেস্ক: সুস্থ হলেন ভারতের প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তি। ৩৫ বছরের ওই ব্যক্তি কেরলের বাসিন্দা।
শনিবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, রাজ্যের প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত হওয়া ব্যক্তি পুরোপুরি সুস্থ। সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাকে আজই হাসপাতাল ছেড়ে দেওয়া হবে। ৩৫ বছরের ওই ব্যক্তি কেরলের কোল্লামের বাসিন্দা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি’র (এনআইভি) নির্দেশ অনুযায়ী ৭২ ঘন্টা অন্তর দুবার পরীক্ষা করা হয়েছে।

দুবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে ওই ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। ত্বকে থাকা ফুসকুড়িও সম্পূর্ণ মিলিয়ে গেছে। রোগীর সংস্পর্শে থাকা তার পরিবারের লোকেদেরও মাঙ্কিপক্সের পরীক্ষা করা হয়। সেই রেজাল্টও নেগেটিভ এসেছে।’
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কেরলে মাঙ্কিপক্স আক্রান্ত আরও দুই ব্যক্তির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাদের চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই কেরলের কোল্লামের ওই ব্যক্তির প্রথম মাঙ্কিপক্স ধরা পড়ে। বিদেশ থেকে ফেরার পরেই ওই ব্যক্তির দেহে উপসর্গ দেখা দেয়। রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুস্থ হলেন ভারতের প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তি

আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সুস্থ হলেন ভারতের প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তি। ৩৫ বছরের ওই ব্যক্তি কেরলের বাসিন্দা।
শনিবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, রাজ্যের প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত হওয়া ব্যক্তি পুরোপুরি সুস্থ। সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাকে আজই হাসপাতাল ছেড়ে দেওয়া হবে। ৩৫ বছরের ওই ব্যক্তি কেরলের কোল্লামের বাসিন্দা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি’র (এনআইভি) নির্দেশ অনুযায়ী ৭২ ঘন্টা অন্তর দুবার পরীক্ষা করা হয়েছে।

দুবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে ওই ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। ত্বকে থাকা ফুসকুড়িও সম্পূর্ণ মিলিয়ে গেছে। রোগীর সংস্পর্শে থাকা তার পরিবারের লোকেদেরও মাঙ্কিপক্সের পরীক্ষা করা হয়। সেই রেজাল্টও নেগেটিভ এসেছে।’
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কেরলে মাঙ্কিপক্স আক্রান্ত আরও দুই ব্যক্তির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাদের চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই কেরলের কোল্লামের ওই ব্যক্তির প্রথম মাঙ্কিপক্স ধরা পড়ে। বিদেশ থেকে ফেরার পরেই ওই ব্যক্তির দেহে উপসর্গ দেখা দেয়। রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন