০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন বিদেশ সচিবের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, বাইডেনের প্রতিশ্রুতিকে স্বাগত জানালেন মোদি

সুস্মিতা
  • আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার
  • / 28

নয়াদিল্লি ২৮ জুলাই: পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী অবশেষে ভারতে পা রাখলেন মার্কিন বিদেশ সচিব অ্যন্টনিও ব্লিনকেন। বাইডেন সরকারর নয়া বিদেশ সচিব হওয়ার পর এই প্রথম ভারত সফরে এলেন তিনি।এদিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই ক্রমেই অবস্থার অবনতি হয়েছে সেদেশের। এই প্রেক্ষাপটে ব্লিনকেনের ভারত সফর বিশেষ ভাবে গুরুত্ব পূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বুধবার বিকেলে তাঁর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও সাক্ষাৎ হয় মার্কিন বিদেশ সচিবের।
বুধবার সন্ধ্যায় বৈঠকের প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘‘মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনএর সঙ্গে সাক্ষাৎ করে ভাল লাগল। ভারত-মার্কিন কৌশলী অংশীদারি বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট জো বিডে‌নের দৃঢ় প্রতিশ্রুতিকে আমি স্বাগত জানাচ্ছি। দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ নিহিত রয়েছে এর মধ্যে। বৈশ্বিক কল্যাণ্যের জন্যও এটি শুভ।’’
উল্লেখ্য, মার্কিন বিদেশ সচিব পদে বসার পর এটাই ব্লিঙ্কেনের প্রথম ভারত সফর। বিশেষ করে আফগানিস্তান নিয়ে নয়াদিল্লি ও মস্কোর কুটনৈতিক আলোচনার প্রেক্ষিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এর আগে এদিন বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে বৈঠকের পর মার্কিন বিদেশ সচিব বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশগুলির মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। করোনা-সহ একাধিক সমস্যা দেখা দিয়েছে যা এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বদ্ধপরিকর প্রেসিডেন্ট জো বাইডেন।”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্কিন বিদেশ সচিবের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, বাইডেনের প্রতিশ্রুতিকে স্বাগত জানালেন মোদি

আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার

নয়াদিল্লি ২৮ জুলাই: পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী অবশেষে ভারতে পা রাখলেন মার্কিন বিদেশ সচিব অ্যন্টনিও ব্লিনকেন। বাইডেন সরকারর নয়া বিদেশ সচিব হওয়ার পর এই প্রথম ভারত সফরে এলেন তিনি।এদিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই ক্রমেই অবস্থার অবনতি হয়েছে সেদেশের। এই প্রেক্ষাপটে ব্লিনকেনের ভারত সফর বিশেষ ভাবে গুরুত্ব পূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বুধবার বিকেলে তাঁর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও সাক্ষাৎ হয় মার্কিন বিদেশ সচিবের।
বুধবার সন্ধ্যায় বৈঠকের প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘‘মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনএর সঙ্গে সাক্ষাৎ করে ভাল লাগল। ভারত-মার্কিন কৌশলী অংশীদারি বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট জো বিডে‌নের দৃঢ় প্রতিশ্রুতিকে আমি স্বাগত জানাচ্ছি। দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ নিহিত রয়েছে এর মধ্যে। বৈশ্বিক কল্যাণ্যের জন্যও এটি শুভ।’’
উল্লেখ্য, মার্কিন বিদেশ সচিব পদে বসার পর এটাই ব্লিঙ্কেনের প্রথম ভারত সফর। বিশেষ করে আফগানিস্তান নিয়ে নয়াদিল্লি ও মস্কোর কুটনৈতিক আলোচনার প্রেক্ষিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এর আগে এদিন বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গে বৈঠকের পর মার্কিন বিদেশ সচিব বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশগুলির মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। করোনা-সহ একাধিক সমস্যা দেখা দিয়েছে যা এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বদ্ধপরিকর প্রেসিডেন্ট জো বাইডেন।”