১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেনকে বয়কটের ডাক দিলেন শিরোমনি অকালি দলের সভাপতি তথা সাংসদ সিমরনজিৎ সিং মান, পঞ্জাব জুড়ে বিতর্কের ঝড়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার
  • / 28

পুবের কলম ওয়েবডেস্কঃ সাংসদ হিসেবে শপথ নেওয়ার দিনেই শহীদ ভগৎ সিংকে সন্ত্রাসবাদী বলে চরম বিতর্ক উস্কে দেন  শিরোমনি অকালি দলের  সভাপতি তথা  সাংসদ সিমরনজিৎ সিং মান। এবার সাংসুরের এই সাংসদ ‘হর ঘর তেরঙ্গা’ ক্যাম্পেনকে বয়কটের ডাক দিলেন। সিমরনজিৎ সিং মানের এই মন্তব্যকে ঘিরে উত্তাল পঞ্জাব।

এই অকালি নেতার কথায় শিখরা হলেন সম্পূর্ণ এক ভিন্ন সম্প্রদায়। কিন্তু সিমরনজিৎ সিং মানের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে শাসক দল থেকে আপ থেকে বিজেপি সকলেই।

আরও পড়ুন: সাংসদ পদে শপথ নেওয়ার দিনেই খলিস্তানের দাবিতে সোচ্চার হলেন শিরোমনি অকালি দলের সভাপতি সিমরনজিৎ সিং মান

‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেন বয়কটের ডাক দিয়ে  এই বিতর্কিত অকালি নেতা বলেন “ আমি অনুরোধ করছি ১৪ থেকে ১৫ অগস্ট নিশান শাহিব ( শিখ ধর্মীয়  পতাকা) উত্তোলন করুন বাড়ি ও অফিসে”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মানের কেন্দ্রেই পরাজয় আপের, জয়ী শিরোমণি অকালি দল ( অমৃতসর)

অকালি দল সভাপতি এই প্রসঙ্গে দীপ সিধুর কথা তুলে  ধরেন। কৃষক আন্দোলনের সময় লাল কেল্লায় শিখ ধর্মীয় পতকা তুলে খবরের শিরোনামে আসেন দীপ। পরে অবশ্য এক পথ দূর্ঘটনায় দীপ সিধুর মৃত্যু হয়। তাকেই স্মরণ করে সিমরণজিৎ সিং মান বলেন আজকে দীপ সিধু আমাদের মধ্যে নেই। ও মনে করত শিখরা একটি স্বাধীন জাতি, ভিন্ন সম্প্রদায়ের মানুষ।”

এখানেই শেষ নয় ভারতীয় সেনাকে শত্রুপক্ষ বলেও তোপ দাগেন এই অকালি দল নেতা।

তবে আরও এক অকালি দল নেতা  ড. দলজিৎ চিমা বলেন,সিমরনজিৎ সিং মানের মন্তব্যের  তীব্র বিরোধিতা করেছেন। তিনি ব লেন  “ভারতের জাতীয় পতাকা সমস্ত দেশবাসীর। পাঞ্জাবের মানুষ জাতীয় পতাকার জন্য গর্বিত। এরাজ্যের অসংখ্য মানুষ দেশের স্বাধীনতার জন্য বলিদান দিয়েছে। তাদের অধিকাংশই শিখ পরিবারের সন্তান।”

অন্য দিকে পঞ্জাবে আপ দলের অন্যতম মুখপাত্র মালবিন্দর সিং বলেছেন সিমরনজিৎ সিং মানের এই হেন মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ। একজন সাংসদ হিসেবে ভারতের সংবিধানের নামে তিনি শপথ নিয়েছন, তারপর সাংসদ হিসেবে সমস্ত ভাতাও দাবি করেছেন। তারপরেও এইহেন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেনকে বয়কটের ডাক দিলেন শিরোমনি অকালি দলের সভাপতি তথা সাংসদ সিমরনজিৎ সিং মান, পঞ্জাব জুড়ে বিতর্কের ঝড়

আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সাংসদ হিসেবে শপথ নেওয়ার দিনেই শহীদ ভগৎ সিংকে সন্ত্রাসবাদী বলে চরম বিতর্ক উস্কে দেন  শিরোমনি অকালি দলের  সভাপতি তথা  সাংসদ সিমরনজিৎ সিং মান। এবার সাংসুরের এই সাংসদ ‘হর ঘর তেরঙ্গা’ ক্যাম্পেনকে বয়কটের ডাক দিলেন। সিমরনজিৎ সিং মানের এই মন্তব্যকে ঘিরে উত্তাল পঞ্জাব।

এই অকালি নেতার কথায় শিখরা হলেন সম্পূর্ণ এক ভিন্ন সম্প্রদায়। কিন্তু সিমরনজিৎ সিং মানের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে শাসক দল থেকে আপ থেকে বিজেপি সকলেই।

আরও পড়ুন: সাংসদ পদে শপথ নেওয়ার দিনেই খলিস্তানের দাবিতে সোচ্চার হলেন শিরোমনি অকালি দলের সভাপতি সিমরনজিৎ সিং মান

‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেন বয়কটের ডাক দিয়ে  এই বিতর্কিত অকালি নেতা বলেন “ আমি অনুরোধ করছি ১৪ থেকে ১৫ অগস্ট নিশান শাহিব ( শিখ ধর্মীয়  পতাকা) উত্তোলন করুন বাড়ি ও অফিসে”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মানের কেন্দ্রেই পরাজয় আপের, জয়ী শিরোমণি অকালি দল ( অমৃতসর)

অকালি দল সভাপতি এই প্রসঙ্গে দীপ সিধুর কথা তুলে  ধরেন। কৃষক আন্দোলনের সময় লাল কেল্লায় শিখ ধর্মীয় পতকা তুলে খবরের শিরোনামে আসেন দীপ। পরে অবশ্য এক পথ দূর্ঘটনায় দীপ সিধুর মৃত্যু হয়। তাকেই স্মরণ করে সিমরণজিৎ সিং মান বলেন আজকে দীপ সিধু আমাদের মধ্যে নেই। ও মনে করত শিখরা একটি স্বাধীন জাতি, ভিন্ন সম্প্রদায়ের মানুষ।”

এখানেই শেষ নয় ভারতীয় সেনাকে শত্রুপক্ষ বলেও তোপ দাগেন এই অকালি দল নেতা।

তবে আরও এক অকালি দল নেতা  ড. দলজিৎ চিমা বলেন,সিমরনজিৎ সিং মানের মন্তব্যের  তীব্র বিরোধিতা করেছেন। তিনি ব লেন  “ভারতের জাতীয় পতাকা সমস্ত দেশবাসীর। পাঞ্জাবের মানুষ জাতীয় পতাকার জন্য গর্বিত। এরাজ্যের অসংখ্য মানুষ দেশের স্বাধীনতার জন্য বলিদান দিয়েছে। তাদের অধিকাংশই শিখ পরিবারের সন্তান।”

অন্য দিকে পঞ্জাবে আপ দলের অন্যতম মুখপাত্র মালবিন্দর সিং বলেছেন সিমরনজিৎ সিং মানের এই হেন মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ। একজন সাংসদ হিসেবে ভারতের সংবিধানের নামে তিনি শপথ নিয়েছন, তারপর সাংসদ হিসেবে সমস্ত ভাতাও দাবি করেছেন। তারপরেও এইহেন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।