২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অরবিন্দ ‘দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি’ আজাদি কা অমৃত মহোৎসবের এক অনন্য উপহার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার
  • / 38

 

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। ১৫ অগস্ট যেমন দেশের স্বাধীনতা দিবস পাশাপাশি বরেণ্য বিপ্লবী ঋষি অরবিন্দের জন্মদিবসও।শ্রীঅরবিন্দের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই স্বাধীনতা দিবসে প্রদর্শিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শ্রী অরবিন্দ: দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি’।

অরবিন্দ 'দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি' আজাদি কা অমৃত মহোৎসবের এক অনন্য উপহার

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত চৌহান। ১৫ই অগস্ট প্যারিস,বার্মিংহাম, সুইজারল্যান্ড, কলম্বিয়া এবং ইকুয়েডর, ইউনেস্কো এবং বাহরাইনে ভারতীয় দূতাবাসগুলিতে ছবিটির প্রিমিয়ার হচ্ছে।

অরবিন্দ ঘোষের কারাগার জীবনের (১৯০৮–১৯০৯) উপর ভিত্তি করে নির্মিত ছবিটি। যার কিছু শুটিং হয়েছিল কলকাতার আলিপুর জেলে, যেখান থেকে তাঁর আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল। শ্রী অরবিন্দ ১৯০৮ সালের ৫ই মে ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য গ্রেফতার হন এবং আলিপুর জেলে পুরো এক বছর অতিবাহিত করেন।

অরবিন্দ 'দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি' আজাদি কা অমৃত মহোৎসবের এক অনন্য উপহার

ব্রিটিশ সরকারের আদালত বিচারের নামে প্রহসন করে তাঁকে বিভিন্ন ভাবে জড়িত করার চেষ্টা করে। এটি আলিপুর বোমা মামলা নামে পরিচিতি পায়। অবশেষে ১৯০৯ সালের ৬ মে তিনি মুক্তি পান।

‘শ্রী অরবিন্দ: দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি’ আগামী এক বছরের মধ্যে সারা দেশে সাড়া ফেলবে বলে আত্মবিশ্বাসী পরিচালক।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অরবিন্দ ‘দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি’ আজাদি কা অমৃত মহোৎসবের এক অনন্য উপহার

আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। ১৫ অগস্ট যেমন দেশের স্বাধীনতা দিবস পাশাপাশি বরেণ্য বিপ্লবী ঋষি অরবিন্দের জন্মদিবসও।শ্রীঅরবিন্দের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই স্বাধীনতা দিবসে প্রদর্শিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শ্রী অরবিন্দ: দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি’।

অরবিন্দ 'দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি' আজাদি কা অমৃত মহোৎসবের এক অনন্য উপহার

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত চৌহান। ১৫ই অগস্ট প্যারিস,বার্মিংহাম, সুইজারল্যান্ড, কলম্বিয়া এবং ইকুয়েডর, ইউনেস্কো এবং বাহরাইনে ভারতীয় দূতাবাসগুলিতে ছবিটির প্রিমিয়ার হচ্ছে।

অরবিন্দ ঘোষের কারাগার জীবনের (১৯০৮–১৯০৯) উপর ভিত্তি করে নির্মিত ছবিটি। যার কিছু শুটিং হয়েছিল কলকাতার আলিপুর জেলে, যেখান থেকে তাঁর আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল। শ্রী অরবিন্দ ১৯০৮ সালের ৫ই মে ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য গ্রেফতার হন এবং আলিপুর জেলে পুরো এক বছর অতিবাহিত করেন।

অরবিন্দ 'দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি' আজাদি কা অমৃত মহোৎসবের এক অনন্য উপহার

ব্রিটিশ সরকারের আদালত বিচারের নামে প্রহসন করে তাঁকে বিভিন্ন ভাবে জড়িত করার চেষ্টা করে। এটি আলিপুর বোমা মামলা নামে পরিচিতি পায়। অবশেষে ১৯০৯ সালের ৬ মে তিনি মুক্তি পান।

‘শ্রী অরবিন্দ: দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল জার্নি’ আগামী এক বছরের মধ্যে সারা দেশে সাড়া ফেলবে বলে আত্মবিশ্বাসী পরিচালক।