০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের সড়ক পরিবহন ব্যবস্থার সার্বিক সংস্কার নিয়ে নীতিন-মমতা বৈঠক

সুস্মিতা
  • আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার
  • / 29

পুবের কলম ওয়েবডেস্কঃ পাঁচদিনের সফরে এই মুহূর্তে রাজধানী দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি যেমন বিজেপি বিরোধী ফ্রন্টের লক্ষকে সামনে রেখে একের পর এক বৈঠক করছেন, তেমন সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ির সঙ্গে।
সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কলকাতার সড়ক সম্প্রসারণের বিষয় তুলে ধরেছেন। তেমন রাজ্যে নতুন উড়ালপুল তৈরিতে কেন্দ্রীয় বরাদ্দ অর্থের দাবি জানিয়েছেন।
এমনকী, আমফান, ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাগুলোর সংস্কারের জন্যেও আবেদন জানিয়েছেন তিনি। এছাড়াও দিঘা, বারাসত-বনগাঁর রাস্তার সংখ্যা বাড়ানো-‌সহ সুন্দরবনেও রাস্তা বাড়ানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মাঝেরমধ্যেই ধসের কারণে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো। সেখানকার জন্য বিকল্প রাস্তা তৈরির আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের সড়ক পরিবহন ব্যবস্থার সার্বিক সংস্কার নিয়ে নীতিন-মমতা বৈঠক

আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ পাঁচদিনের সফরে এই মুহূর্তে রাজধানী দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি যেমন বিজেপি বিরোধী ফ্রন্টের লক্ষকে সামনে রেখে একের পর এক বৈঠক করছেন, তেমন সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ির সঙ্গে।
সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কলকাতার সড়ক সম্প্রসারণের বিষয় তুলে ধরেছেন। তেমন রাজ্যে নতুন উড়ালপুল তৈরিতে কেন্দ্রীয় বরাদ্দ অর্থের দাবি জানিয়েছেন।
এমনকী, আমফান, ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাগুলোর সংস্কারের জন্যেও আবেদন জানিয়েছেন তিনি। এছাড়াও দিঘা, বারাসত-বনগাঁর রাস্তার সংখ্যা বাড়ানো-‌সহ সুন্দরবনেও রাস্তা বাড়ানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মাঝেরমধ্যেই ধসের কারণে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো। সেখানকার জন্য বিকল্প রাস্তা তৈরির আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।