০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিচারকের হুমকি কাণ্ডে নিজেই সিবিআই তদন্ত চাইলেন অনুব্রত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্ক:  গরু পাচার কাণ্ডে আজ ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হচ্ছে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।  অন্য কয়েকদিনের থেকে আজ বেশ ফুরফুরে মুডে দেখা যায় তাকে।  এই কয়েকদিন ধরে সাংবাদিকদের কোনও উত্তর না দিলেও আজ বেশ স্বস্তিতে  দেখা যায় অনুব্রত মণ্ডলকে।  সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, দাদা শরীর কেমন আছে? অনুব্রত জানান, শরীর এখন আগের চেয়ে ভালো। সকালে জল খাবারে মুড়ি খেয়েছেন।

সাংবাদিকরা প্রশ্ন করেন, আজ কি জামিন হবে? অনুব্রত জানান, সেটা আদালত বলবে। এটা আবার আগে থেকে বলা যায় নাকি।

তবে এদিন বিচারক কাণ্ড নিয়ে সরব হতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। অনুব্রত বলেন, বিচারকের হুমকির ঘটনায় তিনি নিজেই সিবিআই তদন্তের দাবি জানাবেন।

বিচারকের হুমকি কাণ্ডের পর থেকেই আদালত চত্বর জুড়ে কড়া নিরাপত্তা। আসানসোলের দুর্গাপুরে কমিশনারেটের ডিসি উপস্থিত আছেন। রয়েছে কমব্যাট ফোর্স, র‍্যাফ। এজলাসে ঢোকার মুখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার অনুব্রত কাণ্ডে আদালতের  বিচারককে হুমকি চিঠি দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। বিচারককে মাদক মামলায় ফাঁসানোর হুমকি চিঠিটি প্রদান করা হয়। সেখানে প্রেরকের নাও উল্লেখ করা হয়। বিচারকের দাবি অনুযায়ী চিঠিতে প্রেরকের নাম লেখা রয়েছে বাপ্পা চট্টোপাধ্যায়। পাশাপাশি এও নাকি চিঠিতে জানানো হয়েছে, কর্মসূত্রে  তিনি বর্ধমানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের হেড ক্লার্ক ও তৃণমূলের জেলা কর্মচারী সংগঠনের সদস্য। সেই বাপ্পা চট্টোপাধ্যায় জানান, তিনি এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়। তিনি একজন সাধারণ কর্মচারি। কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর তৃণমূল কেন কোনও রাজনৈতিক দলই করেন না তিনি।

উল্লেখ্য, গত ১৪ দিন ধরে সিবিআই হেফাজতে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। তদন্তে অসযোগিতার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এদিকে অনুব্রতর দাবি, তিনি একশো শতাংশ সহযোগিতা করছেন। মুখ্যমন্ত্রীর পাশে থাকার আশ্বাসে তিনি অনেকটা স্বস্তি বোধ করছেন বলেও হাভেভাবে বুঝিয়ে দিয়েছেন।

 

আরও পড়ুন: পাঁচজনকে পিটিয়ে মেরেছি ” রাজস্থানে প্রাক্তন বিজেপি বিধায়কের মন্তব্যে তীব্র বিতর্ক, চাপের মুখে বিবৃতি দলের, দেখুন ভাইরাল ভিডিও

 

এদিন ফের একবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হতে চলেছে কেষ্টকে। আজই তাঁর জামিনের আবেদন করা হতে চলেছে। এদিকে সিবিআই অনুব্রত মণ্ডলের জেল হেফাজত চাইবেন বলে জানা গিয়েছে।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিচারকের হুমকি কাণ্ডে নিজেই সিবিআই তদন্ত চাইলেন অনুব্রত

আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  গরু পাচার কাণ্ডে আজ ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হচ্ছে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।  অন্য কয়েকদিনের থেকে আজ বেশ ফুরফুরে মুডে দেখা যায় তাকে।  এই কয়েকদিন ধরে সাংবাদিকদের কোনও উত্তর না দিলেও আজ বেশ স্বস্তিতে  দেখা যায় অনুব্রত মণ্ডলকে।  সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, দাদা শরীর কেমন আছে? অনুব্রত জানান, শরীর এখন আগের চেয়ে ভালো। সকালে জল খাবারে মুড়ি খেয়েছেন।

সাংবাদিকরা প্রশ্ন করেন, আজ কি জামিন হবে? অনুব্রত জানান, সেটা আদালত বলবে। এটা আবার আগে থেকে বলা যায় নাকি।

তবে এদিন বিচারক কাণ্ড নিয়ে সরব হতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। অনুব্রত বলেন, বিচারকের হুমকির ঘটনায় তিনি নিজেই সিবিআই তদন্তের দাবি জানাবেন।

বিচারকের হুমকি কাণ্ডের পর থেকেই আদালত চত্বর জুড়ে কড়া নিরাপত্তা। আসানসোলের দুর্গাপুরে কমিশনারেটের ডিসি উপস্থিত আছেন। রয়েছে কমব্যাট ফোর্স, র‍্যাফ। এজলাসে ঢোকার মুখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার অনুব্রত কাণ্ডে আদালতের  বিচারককে হুমকি চিঠি দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। বিচারককে মাদক মামলায় ফাঁসানোর হুমকি চিঠিটি প্রদান করা হয়। সেখানে প্রেরকের নাও উল্লেখ করা হয়। বিচারকের দাবি অনুযায়ী চিঠিতে প্রেরকের নাম লেখা রয়েছে বাপ্পা চট্টোপাধ্যায়। পাশাপাশি এও নাকি চিঠিতে জানানো হয়েছে, কর্মসূত্রে  তিনি বর্ধমানের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের হেড ক্লার্ক ও তৃণমূলের জেলা কর্মচারী সংগঠনের সদস্য। সেই বাপ্পা চট্টোপাধ্যায় জানান, তিনি এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়। তিনি একজন সাধারণ কর্মচারি। কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর তৃণমূল কেন কোনও রাজনৈতিক দলই করেন না তিনি।

উল্লেখ্য, গত ১৪ দিন ধরে সিবিআই হেফাজতে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। তদন্তে অসযোগিতার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এদিকে অনুব্রতর দাবি, তিনি একশো শতাংশ সহযোগিতা করছেন। মুখ্যমন্ত্রীর পাশে থাকার আশ্বাসে তিনি অনেকটা স্বস্তি বোধ করছেন বলেও হাভেভাবে বুঝিয়ে দিয়েছেন।

 

আরও পড়ুন: পাঁচজনকে পিটিয়ে মেরেছি ” রাজস্থানে প্রাক্তন বিজেপি বিধায়কের মন্তব্যে তীব্র বিতর্ক, চাপের মুখে বিবৃতি দলের, দেখুন ভাইরাল ভিডিও

 

এদিন ফের একবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হতে চলেছে কেষ্টকে। আজই তাঁর জামিনের আবেদন করা হতে চলেছে। এদিকে সিবিআই অনুব্রত মণ্ডলের জেল হেফাজত চাইবেন বলে জানা গিয়েছে।