০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতির বিস্ময়কর ছবি তুলল নাসার টেলিস্কোপ!

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার
  • / 62

পুবের কলম ওয়েব ডেস্কঃ পৃথিবী থেকে ৬১৪.৪৯ মিলিয়ন কিলোমিটার  দুরে অবস্থিত বৃহস্পতি গ্রহের বিস্ময়কর ছবি তুলে তাক লাগিয়ে দিল  মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

 

আরও পড়ুন: মহাকাশে নতুন গ্রহের খোঁজ

ওয়েব স্পেস টেলিস্কোপে ধারণ করা নতুন ছবিটি দেখে বিস্মিত মহাকাশবিজ্ঞানীরাও। কখনও ১,৪০০ কোটি বছর আগের নক্ষত্রপুঞ্জ,  কখনও আবার সুদূর মহাবিশ্বের ছায়াপথের একের পর এক বিস্ময়কর ছবি তুলে আলোড়ন তৈরি করে চলেছে নাসার আলোচিত স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব।

আরও পড়ুন: মহাকাশ স্টেশনে সঙ্গীদের দেখে কী করলেন Sunita Williams-রা?

 

আরও পড়ুন: ধ্বংস হবে কলকাতা, ৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু!

এরই ধারাবাহিকতায় বৃহস্পতি গ্রহের সম্পূর্ণ নতুন রঙিন ছবি তুলে সবাইকে চমকে দিয়েছে টেলিস্কোপটি। বলয় ও অরোরাসহ গ্রহটির নিখুঁত ছবি উঠেছে। ছবিতে গ্রহটির একেক প্রান্তের একেক রকম বৈশিষ্ট ও রঙ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

 

বৃহস্পতির নতুন এ ছবিটিকে এযাবতকালের সবচেয়ে স্পষ্ট ও নিখুঁত ছবি  বলে দাবি করছে নাসা। নতুন এ ছবি থেকে বৃহস্পতির আবহাওয়া,  উষ্ণতা ও বায়ুপ্রবাহ সম্পর্কে বহু অজানা তথ্য জানা সম্ভব হবে।

 

নাসা বলছে, এ টেলিস্কোপে ধারণ করা প্রতিটি ছবিই এক একটি নতুন আবিষ্কার। শুধু তাই নয়, এসব ছবি মানবজাতিকে মহাবিশ্ব সম্পর্কে এমন কিছু ধারণা দেবে, যা আগে কখনই পাওয়া যায়নি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৃহস্পতির বিস্ময়কর ছবি তুলল নাসার টেলিস্কোপ!

আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ পৃথিবী থেকে ৬১৪.৪৯ মিলিয়ন কিলোমিটার  দুরে অবস্থিত বৃহস্পতি গ্রহের বিস্ময়কর ছবি তুলে তাক লাগিয়ে দিল  মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

 

আরও পড়ুন: মহাকাশে নতুন গ্রহের খোঁজ

ওয়েব স্পেস টেলিস্কোপে ধারণ করা নতুন ছবিটি দেখে বিস্মিত মহাকাশবিজ্ঞানীরাও। কখনও ১,৪০০ কোটি বছর আগের নক্ষত্রপুঞ্জ,  কখনও আবার সুদূর মহাবিশ্বের ছায়াপথের একের পর এক বিস্ময়কর ছবি তুলে আলোড়ন তৈরি করে চলেছে নাসার আলোচিত স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব।

আরও পড়ুন: মহাকাশ স্টেশনে সঙ্গীদের দেখে কী করলেন Sunita Williams-রা?

 

আরও পড়ুন: ধ্বংস হবে কলকাতা, ৬১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে এই গ্রহাণু!

এরই ধারাবাহিকতায় বৃহস্পতি গ্রহের সম্পূর্ণ নতুন রঙিন ছবি তুলে সবাইকে চমকে দিয়েছে টেলিস্কোপটি। বলয় ও অরোরাসহ গ্রহটির নিখুঁত ছবি উঠেছে। ছবিতে গ্রহটির একেক প্রান্তের একেক রকম বৈশিষ্ট ও রঙ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

 

বৃহস্পতির নতুন এ ছবিটিকে এযাবতকালের সবচেয়ে স্পষ্ট ও নিখুঁত ছবি  বলে দাবি করছে নাসা। নতুন এ ছবি থেকে বৃহস্পতির আবহাওয়া,  উষ্ণতা ও বায়ুপ্রবাহ সম্পর্কে বহু অজানা তথ্য জানা সম্ভব হবে।

 

নাসা বলছে, এ টেলিস্কোপে ধারণ করা প্রতিটি ছবিই এক একটি নতুন আবিষ্কার। শুধু তাই নয়, এসব ছবি মানবজাতিকে মহাবিশ্ব সম্পর্কে এমন কিছু ধারণা দেবে, যা আগে কখনই পাওয়া যায়নি।