১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা বিমানবন্দরে গড়ে উঠেছে অত্যাধুনিক পার্কিং জোন

পুবের কলম প্রতিবেদকঃ  কলকাতা বিমানবন্দরে চালু হয়েছে প্রযুক্তিগত পার্কিং ব্যবস্থা। শহরের শপিংমলে গাড়ি পার্কিংয়ে যে ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে, ঠিক সেই ধরনের ব্যবস্থা পার্কিং ব্যবস্থা তৈরি হয়েছে বিমানবন্দরে।

 

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট, নিরাপত্তারক্ষীদর ছুটি বাতিল

জানা গেছে, প্রায় ২ কোটি টাকা অর্থ ব্যয়ে গড়ে উঠেছে অত্যাধুনিক মানের ওই পার্কিং ব্যবস্থা। নতুন টার্মিনালের সামনেই দ্বিতলবিশিষ্ট ১০ হাজার বর্গমিটার স্থানে রয়েছে। সেখানেই ওই ব্যবস্থা একসঙ্গে প্রায় ১৫০০ গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত করা যাবে। পার্কিংয়ের দায়িত্ব দেওয়া রয়েছে একটি বেসরকারি সংস্থাকে। সেই সংস্থার কর্মকর্তা রাজু পি আর জানান, নয়া এই পার্কিং ব্যবস্থা চালু হওয়াতে বিমানবন্দরে গাড়ি পার্কিং আরও নিরিবিচ্ছন্ন হয়ে উঠেছে।

আরও পড়ুন: সতর্ক কলকাতা বিমানবন্দর, যাত্রীদের বিশেষ আর্জি কর্তৃপক্ষের

 

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে চালু কনসিয়ার্জ পরিষেবা

বিমানবন্দর কর্তৃপক্ষরা জানাচ্ছে, পার্কিং জোনের ঢোকা এবং বাহির হওয়ার পথে যে ধরনের ব্যারিয়ার বা বার থাকে, এখানেও সেই ব্যারিয়ারের ব্যবহার হয়েছে। পাঁচটি পথের এই ব্যারিয়ার তৈরি হয়েছে। ব্যারিয়ারগুলিতে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন-টেকনোলজির ব্যবহার, স্বয়ংক্রিয় পার্কিং টিকিট প্রদানের ব্যবস্থা, স্ক্যানিং মেশিন, ভূগর্ভস্থ ল্যান ইত্যাদি সুবিধা রয়েছে।

 

সেই অংশের অন্যতম ওই ব্যারিয়ারের সামনে গিয়ে চালক গাড়ি দাঁড় করালে স্বয়ংক্রিয় টিকিট মেশিন থেকে পার্কিংয়ের টিকিট পাওয়া যাবে। ওই চিরকুটে গাড়ির প্রবেশের প্রিন্ট থাকবে। নির্দিষ্ট কাজ ছেড়ে গাড়ি নিয়ে বাহির হওয়ার সময় ওই টিকিট দেখাতে হবে গেটের দায়িত্বধীন দায়িত্ব প্রতিনিধিকে।

এরপর সেই টিকিট স্ক্যান করলে জানা যাবে গাড়ি মালিকে কত টাকা পার্কিং খরচ মেটাতে হবে। নগদের পাশপাশি ওই অর্থ ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। এরই পাশাপাশি সরকারি বা ভিআইপি গাড়ি প্রবেশের এবং বাহিরের জন্য আলাদা করে বে থাকছে ওই পার্কিং জোনে। উল্লেখিত, চারচাকা গাড়ির জন্য বর্তমানে কলকাতা বিমানবন্দরে ৩০ মিনিটের পার্কিংয়ে খরচ ৪০ টাকা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা বিমানবন্দরে গড়ে উঠেছে অত্যাধুনিক পার্কিং জোন

আপডেট : ২৯ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ  কলকাতা বিমানবন্দরে চালু হয়েছে প্রযুক্তিগত পার্কিং ব্যবস্থা। শহরের শপিংমলে গাড়ি পার্কিংয়ে যে ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে, ঠিক সেই ধরনের ব্যবস্থা পার্কিং ব্যবস্থা তৈরি হয়েছে বিমানবন্দরে।

 

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট, নিরাপত্তারক্ষীদর ছুটি বাতিল

জানা গেছে, প্রায় ২ কোটি টাকা অর্থ ব্যয়ে গড়ে উঠেছে অত্যাধুনিক মানের ওই পার্কিং ব্যবস্থা। নতুন টার্মিনালের সামনেই দ্বিতলবিশিষ্ট ১০ হাজার বর্গমিটার স্থানে রয়েছে। সেখানেই ওই ব্যবস্থা একসঙ্গে প্রায় ১৫০০ গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত করা যাবে। পার্কিংয়ের দায়িত্ব দেওয়া রয়েছে একটি বেসরকারি সংস্থাকে। সেই সংস্থার কর্মকর্তা রাজু পি আর জানান, নয়া এই পার্কিং ব্যবস্থা চালু হওয়াতে বিমানবন্দরে গাড়ি পার্কিং আরও নিরিবিচ্ছন্ন হয়ে উঠেছে।

আরও পড়ুন: সতর্ক কলকাতা বিমানবন্দর, যাত্রীদের বিশেষ আর্জি কর্তৃপক্ষের

 

আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে চালু কনসিয়ার্জ পরিষেবা

বিমানবন্দর কর্তৃপক্ষরা জানাচ্ছে, পার্কিং জোনের ঢোকা এবং বাহির হওয়ার পথে যে ধরনের ব্যারিয়ার বা বার থাকে, এখানেও সেই ব্যারিয়ারের ব্যবহার হয়েছে। পাঁচটি পথের এই ব্যারিয়ার তৈরি হয়েছে। ব্যারিয়ারগুলিতে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন-টেকনোলজির ব্যবহার, স্বয়ংক্রিয় পার্কিং টিকিট প্রদানের ব্যবস্থা, স্ক্যানিং মেশিন, ভূগর্ভস্থ ল্যান ইত্যাদি সুবিধা রয়েছে।

 

সেই অংশের অন্যতম ওই ব্যারিয়ারের সামনে গিয়ে চালক গাড়ি দাঁড় করালে স্বয়ংক্রিয় টিকিট মেশিন থেকে পার্কিংয়ের টিকিট পাওয়া যাবে। ওই চিরকুটে গাড়ির প্রবেশের প্রিন্ট থাকবে। নির্দিষ্ট কাজ ছেড়ে গাড়ি নিয়ে বাহির হওয়ার সময় ওই টিকিট দেখাতে হবে গেটের দায়িত্বধীন দায়িত্ব প্রতিনিধিকে।

এরপর সেই টিকিট স্ক্যান করলে জানা যাবে গাড়ি মালিকে কত টাকা পার্কিং খরচ মেটাতে হবে। নগদের পাশপাশি ওই অর্থ ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। এরই পাশাপাশি সরকারি বা ভিআইপি গাড়ি প্রবেশের এবং বাহিরের জন্য আলাদা করে বে থাকছে ওই পার্কিং জোনে। উল্লেখিত, চারচাকা গাড়ির জন্য বর্তমানে কলকাতা বিমানবন্দরে ৩০ মিনিটের পার্কিংয়ে খরচ ৪০ টাকা।