২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জল্পনা জিইয়ে রেখে, তপসে লাঞ্চ সারলেন কেষ্টর সঙ্গে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার
  • / 50

দেবশ্রী মজুমদার, বোলপুর: ফেলুদার তপসে ওরফে পরমব্রত চট্টোপাধ্যায় লাঞ্চ সারলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে। আর সেখানে রহস্য থাকবে না বা তা নিয়ে জল্পনা ছড়াবে না, এটা হতে পারেনা। শুধু অনুব্রত মণ্ডলের সঙ্গে লাঞ্চ নয়, এক প্রস্থ বৈঠক হয় তার সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী এবং লাভপুর বিধায়ক অভিজিৎ সিনহা প্রমুখ। এই বৈঠক ঘিরে যতই কৌতূহল থাকুক না কেন টলি তারকা পরমব্রত চট্টোপাধ্যায় তাকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করে রহস‍্য জিইয়ে রাখলেন। তিনি বলেন,  ব‍্যক্তিগত কাজে এসেছিলাম। আমাকে ডাকা হয়েছিল কুশল বিনিময়ের জন‍্য। আমার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ নিশ্চয়ই আছে। তবে এই মুহূর্তে সরাসরি রাজনীতিতে যাওয়ার কথা ভাবি নি। যদিও অনুব্রত মণ্ডল পরমব্রতর প্রশংসায় পঞ্চমুখ। এখন দেখার প্রায় ঘোষিত বামপন্থী তৃণমূল প্রীতি স্বাভাবিক কিনা। যদিও বিধানসভা নির্বাচনের আগে তাঁর “আমরা অন‍্য কোথাও যাব না” ভাবনার গান বিতর্ক তুলেছিল। তাঁর সমালোচনায় তথাগত রায়, দিলীপ ঘোষ কেউ  বাদ যাননি। খুল্লাখুল্লম সমালোচনায়,  তিনি বরাবরের বিশ্বাসী। আর সেই জন‍্য নিজস্ব ইণ্ডাস্ট্রিতে তিনি বেশ সমালোচিত। এখন দেখার পরমব্রত তাঁর সেই পরমব্রত কেষ্টর ছোঁয়ায় ভাঙেন কিনা!!

আরও পড়ুন: তৃণমূলের প্রচারে কেন পরমব্রত কেন ? মুখ খুললেন অভিনেতা নিজেই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জল্পনা জিইয়ে রেখে, তপসে লাঞ্চ সারলেন কেষ্টর সঙ্গে

আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার

দেবশ্রী মজুমদার, বোলপুর: ফেলুদার তপসে ওরফে পরমব্রত চট্টোপাধ্যায় লাঞ্চ সারলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে। আর সেখানে রহস্য থাকবে না বা তা নিয়ে জল্পনা ছড়াবে না, এটা হতে পারেনা। শুধু অনুব্রত মণ্ডলের সঙ্গে লাঞ্চ নয়, এক প্রস্থ বৈঠক হয় তার সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী এবং লাভপুর বিধায়ক অভিজিৎ সিনহা প্রমুখ। এই বৈঠক ঘিরে যতই কৌতূহল থাকুক না কেন টলি তারকা পরমব্রত চট্টোপাধ্যায় তাকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করে রহস‍্য জিইয়ে রাখলেন। তিনি বলেন,  ব‍্যক্তিগত কাজে এসেছিলাম। আমাকে ডাকা হয়েছিল কুশল বিনিময়ের জন‍্য। আমার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ নিশ্চয়ই আছে। তবে এই মুহূর্তে সরাসরি রাজনীতিতে যাওয়ার কথা ভাবি নি। যদিও অনুব্রত মণ্ডল পরমব্রতর প্রশংসায় পঞ্চমুখ। এখন দেখার প্রায় ঘোষিত বামপন্থী তৃণমূল প্রীতি স্বাভাবিক কিনা। যদিও বিধানসভা নির্বাচনের আগে তাঁর “আমরা অন‍্য কোথাও যাব না” ভাবনার গান বিতর্ক তুলেছিল। তাঁর সমালোচনায় তথাগত রায়, দিলীপ ঘোষ কেউ  বাদ যাননি। খুল্লাখুল্লম সমালোচনায়,  তিনি বরাবরের বিশ্বাসী। আর সেই জন‍্য নিজস্ব ইণ্ডাস্ট্রিতে তিনি বেশ সমালোচিত। এখন দেখার পরমব্রত তাঁর সেই পরমব্রত কেষ্টর ছোঁয়ায় ভাঙেন কিনা!!

আরও পড়ুন: তৃণমূলের প্রচারে কেন পরমব্রত কেন ? মুখ খুললেন অভিনেতা নিজেই