০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ  
									 
                     
                     
                    
                 
                                         BREAKING :   
                                    
                            
                                অমিত শাহের ছবি দেওয়া পাপ্পু গেঞ্জি পরে বেলুড় মঠ চত্বরে তৃণমূল নেতার সঙ্গীদের নিয়ে প্রাতঃভ্রমণ
                              							অর্পিতা লাহিড়ী							
								
                                
                                - আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার
 - / 66
 
আইভি আদক, হাওড়া :”দেশের বিগেস্ট পাপ্পু অমিত শাহ।” তাই অমিত শাহের ছবি দেওয়া পাপ্পু গেঞ্জি পরে বেলুড় মঠ চত্বরে প্রাতঃভ্রমণ করলেন তৃণমূল যুব নেতা বালির কৈলাশ মিশ্র। তিনি বলেন, “দেশের সবচেয়ে বড়ো পাপ্পু যদি কেউ থাকে তার নাম অমিত শাহ।
সেই বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে আজ বেলুড় মঠ চত্বরে প্রাতঃভ্রমণে বেরিয়েছি। মানুষের সামনে তুলে ধরছি ইন্ডিয়ার বিগেস্ট পাপ্পু অমিত শাহ। ইডি সিবিআই-কে যেভাবে পুতুল বানিয়ে কেন্দ্রের বিজেপি’র সরকার ব্যবহার করছে এর বিরুদ্ধে আমাদের প্রচার চলছে চলবে।”
																			
																		

















































