১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘রক্ষাকবচ’ অভিষেকের,  বিদেশে যাওয়ার অনুমতিতে বাধা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 47

পুবের কলম, ওয়েবডেস্ক:  সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে যাওয়ার অনুমতি সহ তার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। ফলে কয়লাপাচার কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে অনেকটাই স্বস্তি পেলেন অভিষেক। এই মামলায় ইডির তরফ থেকে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

আজ সুপ্রিম কোর্টে কয়লাকাণ্ডের শুনানি ছিল।  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি মামলার শুনানির রায় দেবে সুপ্রিম কোর্ট। একটি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন আরেকটি চিকিৎসার জন্য দুবাই যাওয়ার অনুমতি চেয়েছেন অভিষেক এই দুটি মামলার শুনানি ছিল আজ। এর আগে গত ৫ সেপ্টেম্বর ইডির দফতরে হাজিরা দেন অভিষেক। সেদিন তাকে ম্যারাথন জেরা করা হয়। জেরার পরেই বাইরে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অভিষেক বলেন, তৃণমূলকে আটকানো যাবে না। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, তার লড়াই দেখে বড় হয়েছে।

আরও পড়ুন: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় ইরাক থেকে দেশে ফিরলেন ১১ জন শ্রমিক

আরও পড়ুন: কবে ফিরবে পূর্ণরাজ্যের মর্যাদা? চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে সিদ্ধান্ত জানাতে ডেডলাইন শীর্ষ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘রক্ষাকবচ’ অভিষেকের,  বিদেশে যাওয়ার অনুমতিতে বাধা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে যাওয়ার অনুমতি সহ তার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। ফলে কয়লাপাচার কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশে অনেকটাই স্বস্তি পেলেন অভিষেক। এই মামলায় ইডির তরফ থেকে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

আজ সুপ্রিম কোর্টে কয়লাকাণ্ডের শুনানি ছিল।  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি মামলার শুনানির রায় দেবে সুপ্রিম কোর্ট। একটি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন আরেকটি চিকিৎসার জন্য দুবাই যাওয়ার অনুমতি চেয়েছেন অভিষেক এই দুটি মামলার শুনানি ছিল আজ। এর আগে গত ৫ সেপ্টেম্বর ইডির দফতরে হাজিরা দেন অভিষেক। সেদিন তাকে ম্যারাথন জেরা করা হয়। জেরার পরেই বাইরে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অভিষেক বলেন, তৃণমূলকে আটকানো যাবে না। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, তার লড়াই দেখে বড় হয়েছে।

আরও পড়ুন: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় ইরাক থেকে দেশে ফিরলেন ১১ জন শ্রমিক

আরও পড়ুন: কবে ফিরবে পূর্ণরাজ্যের মর্যাদা? চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে সিদ্ধান্ত জানাতে ডেডলাইন শীর্ষ আদালতের