২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে ইজরায়েলি সেনার আনাগোনা, তীব্র হুঁশিয়ারি দিলেন লেবাননের সেনাপ্রধান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩১ জুলাই ২০২১, শনিবার
  • / 33

পুবের কলম ওয়েবডেস্কঃ  লেবানন সেনাবাহিনীর কমান্ডার জোসেফ আউন নিজের দেশের সীমান্তে ইজরাইলি সেনাবাহিনীর আনাগোনা নিয়ে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন।কমান্ডার আউন সাফ জানিয়ে দিয়েছেন লেবাননের সেনারা কোনভাবেই তাঁদের দেশের আর্থ সামাজিক অবস্থার সুযোগ কোন বহিরাগতকে নিতে দেবেননা। দেশের অভ্যন্তরে কেউ অস্থিরতা তৈরির কোন প্রচেষ্টা করলে তাকে ছেড়ে কথা বলা হবেনা।

শুক্রবার লেবানন সেনাবাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কথা বলেন কমান্ডার জোসেফ আউন। সীমান্তে যে ইজরায়েলি সেনার খবরদারি বেড়েছে সেই কথাও মনে করিয়ে দেন  সেনাপ্রধান আউন।তিনি আরও বলেন লেবাননের সেনাবাহিনী তাদের মাতৃভূমির নিরাপত্তা রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন।পরিস্থিতি যতই বিপদসংকুল হোক না কেন তার মোকাবিলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লেবানন সেনা।

ইজরায়েলের বিরুদ্ধে লেবাননের ২০০০ ও ২০০৬ সালে যুদ্ধ হয়। ২০০৬ সালে ৩৩ দিন ধরে যে যুদ্ধ তাতে প্রধানত দেশটির প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহ অংশ নেয়।প্রবল প্রতিরোধের মুখে পড়ে ইজরায়েল রাষ্ট্রসংঘের সহযোগীতায় যুদ্ধ বিরতি করতে বাধ্য হয়।

ইজরায়েলি আগ্রাসন ঠেকাতে লেবাননে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় হিজবুল্লাহ। যা ক্রমশ এই দেশটির অন্যতম সামরিক শক্তিতে পরিনত হয়েছে। হিজবুল্লাহের সঙ্গে ইজরায়েলের যে দুটি যুদ্ধ হয় তাতে কিন্তু পাল্লা ভারি ছিল হিজবুলের।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সীমান্তে ইজরায়েলি সেনার আনাগোনা, তীব্র হুঁশিয়ারি দিলেন লেবাননের সেনাপ্রধান

আপডেট : ৩১ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  লেবানন সেনাবাহিনীর কমান্ডার জোসেফ আউন নিজের দেশের সীমান্তে ইজরাইলি সেনাবাহিনীর আনাগোনা নিয়ে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন।কমান্ডার আউন সাফ জানিয়ে দিয়েছেন লেবাননের সেনারা কোনভাবেই তাঁদের দেশের আর্থ সামাজিক অবস্থার সুযোগ কোন বহিরাগতকে নিতে দেবেননা। দেশের অভ্যন্তরে কেউ অস্থিরতা তৈরির কোন প্রচেষ্টা করলে তাকে ছেড়ে কথা বলা হবেনা।

শুক্রবার লেবানন সেনাবাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কথা বলেন কমান্ডার জোসেফ আউন। সীমান্তে যে ইজরায়েলি সেনার খবরদারি বেড়েছে সেই কথাও মনে করিয়ে দেন  সেনাপ্রধান আউন।তিনি আরও বলেন লেবাননের সেনাবাহিনী তাদের মাতৃভূমির নিরাপত্তা রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন।পরিস্থিতি যতই বিপদসংকুল হোক না কেন তার মোকাবিলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লেবানন সেনা।

ইজরায়েলের বিরুদ্ধে লেবাননের ২০০০ ও ২০০৬ সালে যুদ্ধ হয়। ২০০৬ সালে ৩৩ দিন ধরে যে যুদ্ধ তাতে প্রধানত দেশটির প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহ অংশ নেয়।প্রবল প্রতিরোধের মুখে পড়ে ইজরায়েল রাষ্ট্রসংঘের সহযোগীতায় যুদ্ধ বিরতি করতে বাধ্য হয়।

ইজরায়েলি আগ্রাসন ঠেকাতে লেবাননে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় হিজবুল্লাহ। যা ক্রমশ এই দেশটির অন্যতম সামরিক শক্তিতে পরিনত হয়েছে। হিজবুল্লাহের সঙ্গে ইজরায়েলের যে দুটি যুদ্ধ হয় তাতে কিন্তু পাল্লা ভারি ছিল হিজবুলের।