২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সফল উৎক্ষেপণ হল ‘কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলের’

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 14

 

 

আরও পড়ুন: দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস-এর সফল উৎক্ষেপণ

পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের প্রতিরক্ষা পরিকাঠামোয় আরও যোগ হল আরও একটা সাফল্য। ‘কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল’ বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া যুক্ত ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হল। এটিকে সংক্ষেপে বলা হচ্ছে কিউআরএসএএম ।

আরও পড়ুন: হাইস্পিড এক্সপেন্ডিবল এরিয়াল টার্গেট “ অভ্যাস” -এর সফল উৎক্ষেপণ, ডিআরডিও বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন রাজনাথ

বৃহস্পতিবার এই  মিসাইলটির সফল উৎক্ষেপণ হয় ওড়িশা উপকূল থেকে। এইদিন ডিআরডিওর পক্ষথেকে এই মিসাইলের সফল উৎক্ষেপণের কথা সংবাদসংস্থাকে জানানো হয়েছে।

আরও পড়ুন: সফল উৎক্ষেপণ হল নয়া প্রযুক্তির ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের

আকাশপথে শত্রু ক্ষেপণাস্ত্রের হামলা  ঠেকাতেই এই কিউআরএসএএম  মিসাইলের উৎক্ষেপণ করা হয়েছে। এই মিসাইল  দিনের পাশাপাশি রাতেও শত্রুপক্ষের হামলা ঠেকাতে সক্ষম কিনা, সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন বিজ্ঞানীরা ৷ সেই অনুসারেই পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হচ্ছে ৷ এক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে কিউআরএসএএম-কে নিখুঁত হতে হবে ৷ তবেই এই উদ্যোগ সফল হবে বলে মনে করছেন ডিআরডিও-এর দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানীরা। এইদিন উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্তারা এবং ডিআরডিওর শীর্ষ বিজ্ঞানীরা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সফল উৎক্ষেপণ হল ‘কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইলের’

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস-এর সফল উৎক্ষেপণ

পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের প্রতিরক্ষা পরিকাঠামোয় আরও যোগ হল আরও একটা সাফল্য। ‘কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল’ বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া যুক্ত ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হল। এটিকে সংক্ষেপে বলা হচ্ছে কিউআরএসএএম ।

আরও পড়ুন: হাইস্পিড এক্সপেন্ডিবল এরিয়াল টার্গেট “ অভ্যাস” -এর সফল উৎক্ষেপণ, ডিআরডিও বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন রাজনাথ

বৃহস্পতিবার এই  মিসাইলটির সফল উৎক্ষেপণ হয় ওড়িশা উপকূল থেকে। এইদিন ডিআরডিওর পক্ষথেকে এই মিসাইলের সফল উৎক্ষেপণের কথা সংবাদসংস্থাকে জানানো হয়েছে।

আরও পড়ুন: সফল উৎক্ষেপণ হল নয়া প্রযুক্তির ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের

আকাশপথে শত্রু ক্ষেপণাস্ত্রের হামলা  ঠেকাতেই এই কিউআরএসএএম  মিসাইলের উৎক্ষেপণ করা হয়েছে। এই মিসাইল  দিনের পাশাপাশি রাতেও শত্রুপক্ষের হামলা ঠেকাতে সক্ষম কিনা, সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন বিজ্ঞানীরা ৷ সেই অনুসারেই পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হচ্ছে ৷ এক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে কিউআরএসএএম-কে নিখুঁত হতে হবে ৷ তবেই এই উদ্যোগ সফল হবে বলে মনে করছেন ডিআরডিও-এর দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানীরা। এইদিন উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্তারা এবং ডিআরডিওর শীর্ষ বিজ্ঞানীরা।