০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ  
									 
                     
                     
                    
                 
                                         BREAKING :   
                                    
                            
                                ফের দুর্ঘটনার বলি হাওড়ায়, রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত পথচারী যুবক
                              							অর্পিতা লাহিড়ী							
								
                                
                                - আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার
 - / 46
 
আইভি আদক,হাওড়া: হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে চামরাইল পাম্প সংলগ্ন টিটি মোটরের কাছে ডানকুনিগামী রাস্তায় ঘটলো দুর্ঘটনা। শনিবার সকালে রাস্তা পারাপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়। শনিবার সকালে ওই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে লিলুয়া থানার পুলিশ।

দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দেয় কোনা ট্রাফিক পুলিশ। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘাতক গাড়ি ও চালকের খোঁজ চলছে। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে
																			
																		

























