১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

BREAKING: কলকাতায় ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু  

পুবের কলম ওয়েব ডেস্কঃ পুজোর আগেই আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। কলকাতায় ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু। মৃতার নাম কৃষ্ণা গঙ্গোপাধ্যায়। মৃত্যুকালে বয়েস হয়েছিল ৫৬। কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের চ্যাটার্জি বাগান লেনের বাসিন্দা তিনি। রবিবার সকালে কলকাতার একটি বেসরকারি  হাসপাতালে মারা যান কৃষ্ণা গঙ্গোপাধ্যায় নামক ওই মহিলা।

 

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

উল্লেখ্য,  গত সোমবার ডেঙ্গু পজেটিভ নিয়ে ভর্তি হয়েছিলেন টালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগে কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডে আরও একজনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল। এই নিয়ে গত কয়েকদিনে কলকাতায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা হল ৬।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

 

আরও পড়ুন: এসআইআর নথি নিয়ে চিন্তা, আতঙ্কে ভিনরাজ্যে অসুস্থ হয়ে মৃত্যু বাংলার শ্রমিকের

গত মাস দেড়েকের মধ্যেই কলকাতায় এখনও পর্যন্ত ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই পরিস্থিতিতে ডেঙ্গু বাড়ার পেছনে নাগরিকের একাংশের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, ‘মানুষের একাংশের সচেতনতার অভাব ডেঙ্গুর  বৃদ্ধি ঘটাচ্ছে। অনেকেই বাড়ির ট্যাঙ্কে জল জমাচ্ছেন। যত্রতত্র ময়লা ফেলে রাখছেন। এভাবেই ডেঙ্গু মশার বংশবৃদ্ধি ঘটছে। এক অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা। পুরসভা সব রকম চেষ্টা চালাচ্ছে। কিন্তু নাগরিকরা সচেতন না হলে কোনও পদক্ষেপই সাফল্য আসবে না’।

 

উল্লেখ্য, পুরসভা তথ্য অনুযায়ী, গত ২ জানুয়ারি থেকে ১৪ অগাস্ট পর্যন্ত শহরের ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩৫২ জন। ২১ আগস্ট তা আচমকা বেড়ে ৪৩৬ জন হয়। ২৮ অগাস্ট সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৭৬। গত ৪ আগস্টের রিপোর্ট অনুসারে সংখ্যাটা আরও বেড়ে, শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হয় ৭৯৫।আর এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে দশ দলের সভা, মোদী সরকারের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

BREAKING: কলকাতায় ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু  

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ পুজোর আগেই আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। কলকাতায় ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু। মৃতার নাম কৃষ্ণা গঙ্গোপাধ্যায়। মৃত্যুকালে বয়েস হয়েছিল ৫৬। কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের চ্যাটার্জি বাগান লেনের বাসিন্দা তিনি। রবিবার সকালে কলকাতার একটি বেসরকারি  হাসপাতালে মারা যান কৃষ্ণা গঙ্গোপাধ্যায় নামক ওই মহিলা।

 

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

উল্লেখ্য,  গত সোমবার ডেঙ্গু পজেটিভ নিয়ে ভর্তি হয়েছিলেন টালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এই ঘটনা প্রথম নয়, এর আগে কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডে আরও একজনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল। এই নিয়ে গত কয়েকদিনে কলকাতায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা হল ৬।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

 

আরও পড়ুন: এসআইআর নথি নিয়ে চিন্তা, আতঙ্কে ভিনরাজ্যে অসুস্থ হয়ে মৃত্যু বাংলার শ্রমিকের

গত মাস দেড়েকের মধ্যেই কলকাতায় এখনও পর্যন্ত ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই পরিস্থিতিতে ডেঙ্গু বাড়ার পেছনে নাগরিকের একাংশের সচেতনতার অভাবকেই দায়ী করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, ‘মানুষের একাংশের সচেতনতার অভাব ডেঙ্গুর  বৃদ্ধি ঘটাচ্ছে। অনেকেই বাড়ির ট্যাঙ্কে জল জমাচ্ছেন। যত্রতত্র ময়লা ফেলে রাখছেন। এভাবেই ডেঙ্গু মশার বংশবৃদ্ধি ঘটছে। এক অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা। পুরসভা সব রকম চেষ্টা চালাচ্ছে। কিন্তু নাগরিকরা সচেতন না হলে কোনও পদক্ষেপই সাফল্য আসবে না’।

 

উল্লেখ্য, পুরসভা তথ্য অনুযায়ী, গত ২ জানুয়ারি থেকে ১৪ অগাস্ট পর্যন্ত শহরের ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩৫২ জন। ২১ আগস্ট তা আচমকা বেড়ে ৪৩৬ জন হয়। ২৮ অগাস্ট সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৭৬। গত ৪ আগস্টের রিপোর্ট অনুসারে সংখ্যাটা আরও বেড়ে, শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হয় ৭৯৫।আর এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই।