১৩ লক্ষ বছরের পুরাতন অস্ত্রের হদিশ মিলল মরক্কোতে

- আপডেট : ১ অগাস্ট ২০২১, রবিবার
- / 25
পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তর আফ্রিকার মরক্কোতে কম করেও ১৩ লক্ষ বছরের পুরাতন হাত কুড়াল তৈরির স্থান খুঁজে পেলেন প্রত্নতত্ত্ববিদেরা।
প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন শুরুতে তারা যেই ধারণা করেছিলেন তার চেয়ে আরও হাজার হাজার বছর আগে প্রস্তরশিল্পের কাজ শুরু। উত্তর আফ্রিকায় মানবজাতির পূর্বপূরুষদের (হোমো ইরেকটাস) এই আবিষ্কার তারই বড় প্রমাণ।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে মরক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার উপকণ্ঠে একটি খনি এলাকায় খননের সময় অতিপ্রাচীন এই কারখানার সন্ধান পেয়েছেন গবেষকেরা।
ফ্রাঙ্কো–মরোক্কান প্রিথিস্ট্রি অব কাসাব্লাঙ্কা প্রকল্পের সহকারী পরিচালক আবদুর রহিম মুহিব এ প্রসঙ্গে জানান, আফ্রিকায় প্রস্তরশিল্পের আবির্ভাবের সময় নিয়ে যে বিতর্ক রয়েছে, তা অবসানের জন্য এটি খুব বড় একটি আবিষ্কার।