০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে ভারতীয় মুদ্রা, মোবাইল, এস বি আই ডেবিট কার্ড সহ গ্রেফতার ৩ বাংলাদেশি যুবক 

সুস্মিতা
  • আপডেট : ১ অগাস্ট ২০২১, রবিবার
  • / 10

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ ভারতীয়  মুদ্রা, মোবাইল, এস বি আই ডেবিট কার্ড, সহ গ্রেফতার ৩ বাংলাদেশি যুবক।বসিরহাট থানার ঘোজাডাঙ্গা সীমান্তে ৩  বাংলাদেশি  যুবককে আটক করে ১৫৩ ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষা বাহিনী। তাদের কাছে ৮০০০ বাাংলাদেশি মুদ্রাসহ  ভারতীয় মুদ্রার কয়েক  হাজার টাকা পাওয়া গেছে । এছাড়া এস বিআই  ডেবিট কার্ড, দুটো সেল ফোন পাওয়াা গিয়েছে। ধৃতদেরকে জিজ্ঞেস করে জানা গেছে তারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অবৈধভাবে এদেশে ঢুকেছিল। যাওয়ার কথা ছিল মহারাষ্ট্রে। এই তিন বাংলাদেশী যুবকের কাছে কিভাবে ভারতীয় মুদ্রা, ভারতীয় ব্যাংকের ডেবিট কার্ড  পাওয়া গেল সন্দেহের দানা বাঁধছে প্রশাসনের। তিন যুবককে বসিরহাট থানার পুলিশ হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।জেরা করে ভারতে ঢুকে মহরাষ্ট্রে   কেন যাচ্ছিল  পুলিশ তদন্ত করছে। পাশাপাশি বাংলাদেশি ৮,০০০ টাকা ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। সঙ্গে এস বি আই ডেবিট কার্ড, মাস্টার কার্ড সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।  অন্যদিকে স্বরূপনগর থানার  হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গ্রাম থেকে এদিন বাংলাদেশি এক মহিলা ও দুই যুবককে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখতে পেলে১১২নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারিনি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছে সেই অভিযোগে আটক করেছে বিএসএফ। বিএসএফ এদেরকে জেরা করছে। রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ধৃত মহিলা সহ ৬ বাংলাদেশিকে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সীমান্তে ভারতীয় মুদ্রা, মোবাইল, এস বি আই ডেবিট কার্ড সহ গ্রেফতার ৩ বাংলাদেশি যুবক 

আপডেট : ১ অগাস্ট ২০২১, রবিবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ ভারতীয়  মুদ্রা, মোবাইল, এস বি আই ডেবিট কার্ড, সহ গ্রেফতার ৩ বাংলাদেশি যুবক।বসিরহাট থানার ঘোজাডাঙ্গা সীমান্তে ৩  বাংলাদেশি  যুবককে আটক করে ১৫৩ ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষা বাহিনী। তাদের কাছে ৮০০০ বাাংলাদেশি মুদ্রাসহ  ভারতীয় মুদ্রার কয়েক  হাজার টাকা পাওয়া গেছে । এছাড়া এস বিআই  ডেবিট কার্ড, দুটো সেল ফোন পাওয়াা গিয়েছে। ধৃতদেরকে জিজ্ঞেস করে জানা গেছে তারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অবৈধভাবে এদেশে ঢুকেছিল। যাওয়ার কথা ছিল মহারাষ্ট্রে। এই তিন বাংলাদেশী যুবকের কাছে কিভাবে ভারতীয় মুদ্রা, ভারতীয় ব্যাংকের ডেবিট কার্ড  পাওয়া গেল সন্দেহের দানা বাঁধছে প্রশাসনের। তিন যুবককে বসিরহাট থানার পুলিশ হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।জেরা করে ভারতে ঢুকে মহরাষ্ট্রে   কেন যাচ্ছিল  পুলিশ তদন্ত করছে। পাশাপাশি বাংলাদেশি ৮,০০০ টাকা ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। সঙ্গে এস বি আই ডেবিট কার্ড, মাস্টার কার্ড সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।  অন্যদিকে স্বরূপনগর থানার  হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গ্রাম থেকে এদিন বাংলাদেশি এক মহিলা ও দুই যুবককে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখতে পেলে১১২নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারিনি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছে সেই অভিযোগে আটক করেছে বিএসএফ। বিএসএফ এদেরকে জেরা করছে। রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ধৃত মহিলা সহ ৬ বাংলাদেশিকে।