০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভ্রাম‍্যমাণ রক্তদান শিবির

সুস্মিতা
  • আপডেট : ২ অগাস্ট ২০২১, সোমবার
  • / 116

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: ফেডারেশন ব্লাড ডোনার্স অফ ইণ্ডিয়া- পশ্চিমবঙ্গ শাখা এবং বীরভূম ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স এ‍্যাসোসিয়েশনের উদ‍্যোগে রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো রামপুরহাটে। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের রক্ত দান শিবিরের এই ভ্রাম‍্যমাণ এসি বাস চারদিন ধরে জেলার বিভিন্ন জায়গাই রক্ত সংগ্রহ করে চলেছে। সোমবার সহযোগী রক্ত দাতা সংস্থা সহযোগী সংস্থা হলো রামপুরহাট চামড়া গুদাম মসজিদ কমিটি ও যুবকসবৃন্দ, অন্বেষণ
ও রামপুরহাট বস্ত্র ব্যবসায়ী সমিতি এবং জামাত ই ইসলামি হিন্দ। একান্ন জন রক্ত দাতা এদিন রক্ত দান করেন। রামপুরহাট বাসস্ট্যান্ড তৃণমূল ইউনিয়ন অফিস, রামপুরহাট দশের পল্লী এবং
রামপুরহাট ভাড়শালা মোড় সহ মোট তিনটি স্থানে রক্ত সংগ্রহ করা হয়। উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায় ,মহকুমা পুলিশ আধিকারিক শায়ন আহমেদ, রামপুরহাট স্বাস্থ্য জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্র প্রধান, ফেডারেশন ব্লাড ডোনার্স অফ ইণ্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ, বীরভূম ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স এ‍্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক, সদস‍্য রাজেশ মিশ্র সহ অন‍্যান‍্যরা। এই ভ্রাম‍্যমাণ রক্তদান শিবির রক্ত দাতার কাছে পৌঁছে যাওয়া ছাড়াও মানুষের মধ‍্যে রক্ত দানের ব‍্যাপারে এক জাগরণ সৃষ্টি কারী বলে অনেকের ধারণা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভ্রাম‍্যমাণ রক্তদান শিবির

আপডেট : ২ অগাস্ট ২০২১, সোমবার

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: ফেডারেশন ব্লাড ডোনার্স অফ ইণ্ডিয়া- পশ্চিমবঙ্গ শাখা এবং বীরভূম ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স এ‍্যাসোসিয়েশনের উদ‍্যোগে রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো রামপুরহাটে। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের রক্ত দান শিবিরের এই ভ্রাম‍্যমাণ এসি বাস চারদিন ধরে জেলার বিভিন্ন জায়গাই রক্ত সংগ্রহ করে চলেছে। সোমবার সহযোগী রক্ত দাতা সংস্থা সহযোগী সংস্থা হলো রামপুরহাট চামড়া গুদাম মসজিদ কমিটি ও যুবকসবৃন্দ, অন্বেষণ
ও রামপুরহাট বস্ত্র ব্যবসায়ী সমিতি এবং জামাত ই ইসলামি হিন্দ। একান্ন জন রক্ত দাতা এদিন রক্ত দান করেন। রামপুরহাট বাসস্ট্যান্ড তৃণমূল ইউনিয়ন অফিস, রামপুরহাট দশের পল্লী এবং
রামপুরহাট ভাড়শালা মোড় সহ মোট তিনটি স্থানে রক্ত সংগ্রহ করা হয়। উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায় ,মহকুমা পুলিশ আধিকারিক শায়ন আহমেদ, রামপুরহাট স্বাস্থ্য জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্র প্রধান, ফেডারেশন ব্লাড ডোনার্স অফ ইণ্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক কবি ঘোষ, বীরভূম ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স এ‍্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক, সদস‍্য রাজেশ মিশ্র সহ অন‍্যান‍্যরা। এই ভ্রাম‍্যমাণ রক্তদান শিবির রক্ত দাতার কাছে পৌঁছে যাওয়া ছাড়াও মানুষের মধ‍্যে রক্ত দানের ব‍্যাপারে এক জাগরণ সৃষ্টি কারী বলে অনেকের ধারণা।