০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৩৪০০ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা নরেন্দ্র মোদির , গুজরাত সফরে বড় চমক

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 83

পুবের কলম ওয়েব ডেস্ক: জাপানের প্রাক্তন রাষ্ট্রপতি শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে টোকিও গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোকিও থেকে ফিরেই দুই দিনের জন্য নিজ রাজ্য গুজরাত সফর করছেন প্রধানমন্ত্রী। তারই মাঝে আজ বৃহস্পতিবার সুরাটের জন্য ৩৪০০ কোটি টাকার প্রকল্পের উৎঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের সফরে তিনি বলেন, সুরাট একটি নিরাপদ জনক ও সুবিধানজনক জায়গা। এখানে হিরের বাণিজ্যিক হাব হিসাবে গড়ে তোলা হবে। এখানে যে ভাবে দ্রুত গতিতে হিরের ব্যবসা বাড়ছে। এখানে ভবিষ্যতে অনেক কিছু হতে চলেছে। অনেক উন্নত হতে চলেছে সুরাট সিটি।

এদিনের সফরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ২০ বছরে সুরাটে সর্ব দিক থেকে উন্নতি হয়েছে। এবং তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে সুরাটে বিমানবন্দর তৈরি নিয়ে নানারকমের চেষ্টা করেছিলেন। সেই দিনগুলোর কথাও এদিন তিনি স্মরণ করেন।

আরও পড়ুন: ‘২০২৯, ২০৩৪-এও প্রধানমন্ত্রী মোদিই’: রাজনাথ সিং

তিনি বলেন, সেই সময় ইউপিএ সরকারের কাছে একটি বিমানবন্দর তৈরির জন্য আমি বার বার দাবি জানিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তবুও কোনও কাজ হয়নি। তবে বর্তমানে বহু মানুষ এই বিমানবন্দরে আসেন। শহরের উন্নতিতেও এটা সহায়তা করে। এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের সুবিধা।

আরও পড়ুন: খনিজ খনির নীতিমালার সমালোচনা করে নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন

এদিন সুরাটে জল সরবরাহ, নিকাশি, ড্রিম সিটি প্রকল্প, বায়োডাইভারসিটি পার্ক-সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে তিনি দাবি করেন, সুরাট ‘জন-ভাগিদারি’ অর্থাৎ জনগণের অংশগ্রহণের এক দুর্দান্ত উদাহরণ।

আরও পড়ুন: সাত বছর পর চিনা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এদিন তিনি সুরাটে ‘ডায়মন্ড রিসার্চ অ্যান্ড মার্কেন্টাইল’ সিটি বা ড্রিম সিটির প্রধান প্রবেশদ্বারের উদ্ভাবনও করেন তিনি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩৪০০ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা নরেন্দ্র মোদির , গুজরাত সফরে বড় চমক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: জাপানের প্রাক্তন রাষ্ট্রপতি শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে টোকিও গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোকিও থেকে ফিরেই দুই দিনের জন্য নিজ রাজ্য গুজরাত সফর করছেন প্রধানমন্ত্রী। তারই মাঝে আজ বৃহস্পতিবার সুরাটের জন্য ৩৪০০ কোটি টাকার প্রকল্পের উৎঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের সফরে তিনি বলেন, সুরাট একটি নিরাপদ জনক ও সুবিধানজনক জায়গা। এখানে হিরের বাণিজ্যিক হাব হিসাবে গড়ে তোলা হবে। এখানে যে ভাবে দ্রুত গতিতে হিরের ব্যবসা বাড়ছে। এখানে ভবিষ্যতে অনেক কিছু হতে চলেছে। অনেক উন্নত হতে চলেছে সুরাট সিটি।

এদিনের সফরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ২০ বছরে সুরাটে সর্ব দিক থেকে উন্নতি হয়েছে। এবং তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে সুরাটে বিমানবন্দর তৈরি নিয়ে নানারকমের চেষ্টা করেছিলেন। সেই দিনগুলোর কথাও এদিন তিনি স্মরণ করেন।

আরও পড়ুন: ‘২০২৯, ২০৩৪-এও প্রধানমন্ত্রী মোদিই’: রাজনাথ সিং

তিনি বলেন, সেই সময় ইউপিএ সরকারের কাছে একটি বিমানবন্দর তৈরির জন্য আমি বার বার দাবি জানিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তবুও কোনও কাজ হয়নি। তবে বর্তমানে বহু মানুষ এই বিমানবন্দরে আসেন। শহরের উন্নতিতেও এটা সহায়তা করে। এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের সুবিধা।

আরও পড়ুন: খনিজ খনির নীতিমালার সমালোচনা করে নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন

এদিন সুরাটে জল সরবরাহ, নিকাশি, ড্রিম সিটি প্রকল্প, বায়োডাইভারসিটি পার্ক-সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে তিনি দাবি করেন, সুরাট ‘জন-ভাগিদারি’ অর্থাৎ জনগণের অংশগ্রহণের এক দুর্দান্ত উদাহরণ।

আরও পড়ুন: সাত বছর পর চিনা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এদিন তিনি সুরাটে ‘ডায়মন্ড রিসার্চ অ্যান্ড মার্কেন্টাইল’ সিটি বা ড্রিম সিটির প্রধান প্রবেশদ্বারের উদ্ভাবনও করেন তিনি।