১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিস্ফোরক বার্তা মন্ত্রী সিদ্দিকুল্লাহর: কার কত ভোট আমার জানা আছে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 10

পুবের কলম প্রতিবেদক: হঠাৎই বিস্ফোরক মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি। তাঁর মতামত না নিয়ে কাউকে মন্তেশ্বর কেন্দ্রে ব্লক সভাপতি করা হয়েছে, এই হচ্ছে তাঁর প্রধান ক্ষোভ। এই অভিযোগ তুলে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি। এক ভিডিয়ো বার্তায় মন্তেশ্বরের বিধায়ক বলেন, মমতার জনপ্রিয়তা আছে, অভিষেক উঠতি যুবক। কিন্তু আমারও ক্রেজ আছে।’

সিদ্দিকুল্লাহর মন্তব্য, ‘বাংলা জুড়ে ক্রেজ আছে সিদ্দিকুল্লাহর। আমাকে ছাড়া কী হবে মন্তেশ্বরের, তা বলা যাবে না।’

আরও পড়ুন: মরহুম হাফেজ আমিনুল ইসলামের কবর জিয়ারতে মন্ত্রী সিদ্দিকুল্লাহ

নতুন ব্লক সভাপতিকে তিনিবিজেপি-সিপিএম-এর ঘনিষ্ঠ বলে মন্তব্য করেন। এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক আবেদনে মাওলানা সিদ্দিকুল্লাহ বলেন, ‘আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে এ ভাবে অপমান না করলেও পারতেন। আমি ২৯৩টি সিটে নাক গলাইনি। কিন্তু আমার বিধানসভা কেন্দ্রে কে কী করবেন, অন্যরা কী করবেন তা বলে দেওয়া সমীচীন নয়।’

আরও পড়ুন: ভোট গণনা চলাকালীন বিক্ষিপ্ত ঘটনা হাওড়ায়, পুলিশের লাঠি চার্জ

তৃণমূলের শীর্ষনেতাদের হুঁশিয়ারি দিয়ে সিদ্দিকুল্লাহ সরাসরি বলেন, ‘প্রয়োজনে অন্য পথ অবলম্বন করতে পারি। আমার রাস্তা খোলা আছে। আমার হাতে যে ভোট আছে, বাংলার ক’জন মুসলিম নেতার হাতে সেই ভোট আছে, দয়া করে ভেবে দেখবেন। ফুটবলের মতো আমাদের ব্যবহার করবেন না। আমাদের সম্মান দিন।’

আরও পড়ুন: কামদুনি গ্রামে ভোটের প্রচার সারলেন ফারহাদ

ভিডিয়ো বার্তাটিতে সিদ্দিকুল্লাহ এও বলেন, ‘সারা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন জনপ্রিয়তা, পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন উঠতি যুবনেতা। আমি তাঁর কাজের প্রশংসা করি। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরির নাম আছে সারা পশ্চিমবাংলায়।’

তিনি বলেন, বর্ধমানের ১৬টি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে জয়ী হয়েছি। বর্ধমানের কয়েক জন নেতামন্ত্রী আমার নামে দিদির কাছে কানভারী করছে। আমি বলব, সিদ্দিকুল্লাহর কেরিয়ার নষ্ট করবেন না। কার পায়ের তলায় কত মাটি আছে, জানি।’

সিদ্দিকুল্লাহ-র এই ভিডিয়ো বার্তা নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘উনি মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে সম্মান দেন বলেই মন্ত্রী করেছেন।’ সিদ্দিকুল্লাহর মুসলিম ভোটব্যাঙ্কের ইঙ্গিতকে কুণাল ঘোষ সম্পূর্ণ উড়িয়ে দেন। বলেন, ‘তৃণমূল ভোটব্যাঙ্ক রাজনীতি করে না।’

সিদ্দিকুল্লাহ বর্তমানে উমরাহ পালনের জন্য হিজাজে অবস্থান করছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিস্ফোরক বার্তা মন্ত্রী সিদ্দিকুল্লাহর: কার কত ভোট আমার জানা আছে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: হঠাৎই বিস্ফোরক মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি। তাঁর মতামত না নিয়ে কাউকে মন্তেশ্বর কেন্দ্রে ব্লক সভাপতি করা হয়েছে, এই হচ্ছে তাঁর প্রধান ক্ষোভ। এই অভিযোগ তুলে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি। এক ভিডিয়ো বার্তায় মন্তেশ্বরের বিধায়ক বলেন, মমতার জনপ্রিয়তা আছে, অভিষেক উঠতি যুবক। কিন্তু আমারও ক্রেজ আছে।’

সিদ্দিকুল্লাহর মন্তব্য, ‘বাংলা জুড়ে ক্রেজ আছে সিদ্দিকুল্লাহর। আমাকে ছাড়া কী হবে মন্তেশ্বরের, তা বলা যাবে না।’

আরও পড়ুন: মরহুম হাফেজ আমিনুল ইসলামের কবর জিয়ারতে মন্ত্রী সিদ্দিকুল্লাহ

নতুন ব্লক সভাপতিকে তিনিবিজেপি-সিপিএম-এর ঘনিষ্ঠ বলে মন্তব্য করেন। এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক আবেদনে মাওলানা সিদ্দিকুল্লাহ বলেন, ‘আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে এ ভাবে অপমান না করলেও পারতেন। আমি ২৯৩টি সিটে নাক গলাইনি। কিন্তু আমার বিধানসভা কেন্দ্রে কে কী করবেন, অন্যরা কী করবেন তা বলে দেওয়া সমীচীন নয়।’

আরও পড়ুন: ভোট গণনা চলাকালীন বিক্ষিপ্ত ঘটনা হাওড়ায়, পুলিশের লাঠি চার্জ

তৃণমূলের শীর্ষনেতাদের হুঁশিয়ারি দিয়ে সিদ্দিকুল্লাহ সরাসরি বলেন, ‘প্রয়োজনে অন্য পথ অবলম্বন করতে পারি। আমার রাস্তা খোলা আছে। আমার হাতে যে ভোট আছে, বাংলার ক’জন মুসলিম নেতার হাতে সেই ভোট আছে, দয়া করে ভেবে দেখবেন। ফুটবলের মতো আমাদের ব্যবহার করবেন না। আমাদের সম্মান দিন।’

আরও পড়ুন: কামদুনি গ্রামে ভোটের প্রচার সারলেন ফারহাদ

ভিডিয়ো বার্তাটিতে সিদ্দিকুল্লাহ এও বলেন, ‘সারা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন জনপ্রিয়তা, পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন উঠতি যুবনেতা। আমি তাঁর কাজের প্রশংসা করি। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরির নাম আছে সারা পশ্চিমবাংলায়।’

তিনি বলেন, বর্ধমানের ১৬টি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে জয়ী হয়েছি। বর্ধমানের কয়েক জন নেতামন্ত্রী আমার নামে দিদির কাছে কানভারী করছে। আমি বলব, সিদ্দিকুল্লাহর কেরিয়ার নষ্ট করবেন না। কার পায়ের তলায় কত মাটি আছে, জানি।’

সিদ্দিকুল্লাহ-র এই ভিডিয়ো বার্তা নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘উনি মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে সম্মান দেন বলেই মন্ত্রী করেছেন।’ সিদ্দিকুল্লাহর মুসলিম ভোটব্যাঙ্কের ইঙ্গিতকে কুণাল ঘোষ সম্পূর্ণ উড়িয়ে দেন। বলেন, ‘তৃণমূল ভোটব্যাঙ্ক রাজনীতি করে না।’

সিদ্দিকুল্লাহ বর্তমানে উমরাহ পালনের জন্য হিজাজে অবস্থান করছেন।